Nadia News: সোনার আগুন দাম! এর মাঝেই ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার হলুদ ধাতু উদ্ধার, আটক কুখ্যাত চোরাকারবারী

Last Updated:

Nadia News: জল কচুরিপানা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট চালান করতে গিয়ে কুখ্যাত চোরাকারবারী হাতেনাতে ধরা পড়েন। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন মোট ২৩৫৪.৭৩ গ্রাম। এর মূল্য ৩,০৫,৯৯,৭১৬ টাকা।

সোনার বিস্কুট
সোনার বিস্কুট
নদিয়া, রঞ্জিত সরকারঃ ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার সোনার বিস্কুট সহ এক কুখ্যাত চোরাকারবারী আটক। নদিয়া জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিওপি টুঙ্গি এলাকায় ঘটনাটি ঘটেছে। এক বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালায়। জল কচুরিপানা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট চালান করতে গিয়ে চোরাকারবারী হাতেনাতে ধরা পড়ে। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন মোট ২৩৫৪.৭৩ গ্রাম। এর মূল্য ৩,০৫,৯৯,৭১৬ টাকা।
আরও পড়ুনঃ মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করায় মায়ের বকুনি! অভিমানে চরম পদক্ষেপ নিয়েছিলেন বর্ধমানের কিশোরী, ১৩ দিন পর মৃত্যু
জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে বিওপি টুঙ্গির জওয়ানরা সুনির্দিষ্ট তথ্য পায়, কিছু বাংলাদেশি চোরাকারবারী সোনা নিয়ে সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছে। দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্রদের মধ্য দিয়ে ভারতের দিকে এগিয়ে আসতে দেখা যায়। তাঁরা জল কচুরিপানার নীচে লুকিয়ে ছিল। অ্যাম্বুশ দল তাঁদের চ্যালেঞ্জ করে এবং তাঁদের ঘিরে ফেলার চেষ্টা করে। অভিযানে একজন চোরাকারবারী হাতেনাতে ধরা পড়লেও অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
advertisement
advertisement
এই ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষা করে ২০টি সোনার বিস্কুট পাওয়া যায়। বিএসএফ বাহিনী সঙ্গে সঙ্গে সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে। ধৃত চোরাকারবারীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বিওপি টুঙ্গিতে নিয়ে আসা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সোনার আগুন দাম! এর মাঝেই ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার হলুদ ধাতু উদ্ধার, আটক কুখ্যাত চোরাকারবারী
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement