East Bardhaman News: মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করায় মায়ের বকুনি! অভিমানে চরম পদক্ষেপ নিয়েছিলেন বর্ধমানের কিশোরী, ১৩ দিন পর মৃত্যু

Last Updated:

East Bardhaman News: মৃত কিশোরীর বাবা বলেন, মেয়েকে জল দিয়ে আসার কথা বলেছিলাম। জল না দিয়ে এসে মেয়ে মোবাইল ঘাঁটছিল। সেই কারণে ওঁর মা বকাবকি করায় এই ঘটনা ঘটায় সে। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ মাঠে আলু বসানোর কাজ করছিল বাবা-মা। বাড়িতে ছিল দশম শ্রেণিতে পাঠরতা মেয়ে। তাঁকে জল দিয়ে আসার কথা বলে বাবা। সন্ধ্যা হয়ে গেলেও সেই কাজ না করে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করায় বাড়ি ফিরে বকুনি দিয়েছিলেন মা। এর জেরে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন ওই কিশোরী। প্রায় দু’সপ্তাহ পর কালনা মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হল।
প্রয়াত কিশোরীর নাম সোনামণি হেমব্রম (১৭)। তাঁর বাড়ি বলাগড় থানার অন্তর্গত বাসনা এলাকায়। এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল এই কিশোরীর। কিন্তু তার আগেই সব শেষ! অকালমৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ পুণ্যলাভের আশায় ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত! সেই অদ্বৈত আচার্যের সাধন ক্ষেত্রে চালু হল পুলিশ আউটপোস্ট, আরও পোক্ত হবে নিরাপত্তা ব্যবস্থা
মৃত কিশোরীর বাবা মদন হেমব্রম বলেন, মেয়েকে জল দিয়ে আসার কথা বলেছিলাম। জল না দিয়ে এসে মেয়ে মোবাইল ঘাঁটছিল। সেই কারণে ওঁর মা বকাবকি করাতেই এই ঘটনা ঘটায় সে।
advertisement
advertisement
বিগত ১৩ দিন আগে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বছর ১৭-এর সোনামণি। মঙ্গলবার গভীর রাতে কালনা মহকুমা হাসপাতালে এই কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করায় মায়ের বকুনি! অভিমানে চরম পদক্ষেপ নিয়েছিলেন বর্ধমানের কিশোরী, ১৩ দিন পর মৃত্যু
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement