আজ থেকে শুরু সংসদের অধিবেশন, এসআইআর, বন্দে মাতরম... শীতকালীন অধিবেশনে আলোচনায় কী কী?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Parliament Winter Session: আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। এসআইআর আবহে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশন যে দিল্লির উত্তাপ বাড়াবে, তেমনই ইঙ্গিত মিলেছে বিরোধী শিবির থেকে।
নয়াদিল্লি: আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। এসআইআর আবহে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশন যে দিল্লির উত্তাপ বাড়াবে, তেমনই ইঙ্গিত মিলেছে বিরোধী শিবির থেকে।
গতকালই সর্বদলীয় বৈঠকে তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ বিরোধী দলগুলির তরফে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা সংসদ চলুক সেটা চান কিন্তু সরকারের তরফেও সহযোগিতা করতে হবে তাঁদের।
advertisement
advertisement
এসআইআর এবং রাজ্যের বকেয়ার ইস্যুতে এই অধিবেশনে সুর চড়াবে তৃণমূল। অন্যদিকে সমাজবাদী পার্টির রামগোপাল যাদব গতকালই ঘোষণা করেছেন, এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ অচল করবেন তাঁরা।
advertisement
ঘটনা হল, এসআইআর নিয়ে আলোচনায় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি বিরোধীদের। তবে সরকারের তরফে বন্দেমাতরম নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে খবর। এ ছাড়াও চলতি সেশনে প্রায় ১৪টি বিল পাশ করাতে চাইছে সরকার।
আজ অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। অধিবেশনে সরকারপক্ষের অবস্থান কেমন হবে, তারই সুর বেঁধে দেবেন তিনি। সকাল দশটাতেই বৈঠকে বসার কথা বিরোধী শিবিরেরও। যদিও সেই বৈঠকে অনুপস্থিত থাকতে পারে তৃণমূল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2025 9:07 AM IST









