Modi @8: বেড়েছে বরাদ্দ, রেকর্ড ফসল উৎপাদন! মোদি সরকারের ৮ বছর কৃষি ক্ষেত্রে কী কী বদল এল?

Last Updated:

কৃষকদের কথা ভেবে খরিফ, রবি এবং অন্যান্য বাণিজ্যিক ফসলের সহায়ক মূল্যও ধারাবাহিক ভাবে বাড়ানো হয়েছে৷

কৃষি ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে মোদি সরকার৷
কৃষি ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে মোদি সরকার৷
#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত আট বছরে কৃষকদের উন্নতিতে একাধিক সদর্থক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক৷ বিভিন্ন প্রকল্প নিয়ে এসে উদ্ভাবনী ভাবনাও গ্রহণ করেছে মন্ত্রক৷ এসবেরই উদ্দেশ্য কৃষকদের অবস্থার উন্নতি৷
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বর্তমানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরাসরি ভর্তুকি পৌঁছে যাচ্ছে৷ কৃষকদের উপার্জন বেড়েছে, কৃষিকে ব্যবসা হিসেবে বেছে নিচ্ছেন তাঁরা৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের মূল উদ্দেশ্যই হল, কৃষকরা যাতে স্বেচ্ছায় কৃষিকে ব্যবসা হিসেবে বেছে নেন, তা নিশ্চিত করা৷
গত আট বছরে কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ অনেকটাই বেড়েছে৷ কৃষি বান্ধব বিভিন্ন নীতিও গ্রহণ করেছে মোদি সরকার৷ বর্তমান আর্থিক বছরে কৃষি ক্ষেত্রে বরাদ্দ বেড়ে ১.৩২ কোটি টাকা করা হয়েছে৷ সরকার কৃষকদের সামাজিক উন্নয়নে কতটা উদ্যোগী,বাজেট বরাদ্দে এই বৃদ্ধিই তার প্রমাণ৷ গত আট বছরে কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ প্রায় আট গুন বৃদ্ধি পেয়েছে৷
advertisement
advertisement
শুধু বাজেট বরাদ্দ বৃদ্ধি নয়, ভারতের কৃষি ক্ষেত্র যে সঠিক দিশায় এগোচ্ছে, খাদ্যশস্য এবং ফসলের রেকর্ড উৎপাদনই তার প্রমাণ৷ ২০২১-২২ সালের আগাম হিসেব বলছে, এবার খাদ্যশস্যের উৎপাদন বেড়ে হতে চলেছে ৩১৫ মিলিয়ন টন৷ অন্যদিকে ফল ও সব্জি জাতীয় ফসলের উৎপাদন হতে পারে ৩৩৪ মিলিয়ন টন৷ যা সর্বকালীন রেকর্ড৷
advertisement
ফলে করোনা অতিমারির মধ্যেও বিভিন্ন দেশকে সহজেই খাদ্য শস্য সরবরাহ করেছে৷ এমন কি, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ চলাকালীনও বিভিন্ন দেশকে খাদ্যশস্য সরবরাহ করে সাহায্য করেছে ভারত৷
একদিকে যেমন ভারতে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে, সেরকমই কৃষিপণ্যের রপ্তানিও উল্লেখযোগ্য ভাবে বেড়ে প্রায় ৪ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে৷
আরও পড়ুন: ‘ছোটবেলা থেকেই পরিশ্রমী, পড়াশোনাতেও ভালো ছিলেন দাদা’; মোদির প্রশংসায় পঞ্চমুখ ভাই প্রহ্লাদ
advertisement
পাশাপাশি কৃষকদের কথা ভেবে খরিফ, রবি এবং অন্যান্য বাণিজ্যিক ফসলের সহায়ক মূল্যও ধারাবাহিক ভাবে বাড়ানো হয়েছে৷ ২০১৩-১৪ সালে প্রতি কুইন্টাল ধানের সহায়ক মূল্য ছিল ১৩১০ টাকা৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ১৯৪০ টাকা৷ ২০১৩-১৪ সালে গমের সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ১৪০০ টাকা, তা বেড়ে হয়েছে ২০১৫ টাকা৷
প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনায় ১১.৫০ কোটি কৃষক এখনও পর্যন্ত ১.৮২ লক্ষ কোটি টাকা পেয়েছেন৷ এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প৷ ফড়েদের বাদ দিয়ে কৃষকদের প্রতি সরকারের আনুগত্যেরও প্রমাণ এই প্রকল্প৷
advertisement
এ ছাড়াও কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হয়েছে৷ যার সাহায্যে ফসলের উৎপাদন বৃদ্ধির উপায় জানতে পারছেন কৃষকরা৷
এ বছরের বাজেটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিকা মেনে ন্যাচারাল ফার্মিং-এর উদ্যোগের কথা বলা হয়েছে৷ উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে গঙ্গার পাড়ে পাঁচ কিলোমিটার করে এলাকায় এই ন্যাচারাল ফার্মিং শুরু হবে৷
advertisement
Narendra Singh Tomar
(নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, মতামত লেখকের একান্তই ব্যক্তিগত৷)
বাংলা খবর/ খবর/দেশ/
Modi @8: বেড়েছে বরাদ্দ, রেকর্ড ফসল উৎপাদন! মোদি সরকারের ৮ বছর কৃষি ক্ষেত্রে কী কী বদল এল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement