Modi @8: বেড়েছে বরাদ্দ, রেকর্ড ফসল উৎপাদন! মোদি সরকারের ৮ বছর কৃষি ক্ষেত্রে কী কী বদল এল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কৃষকদের কথা ভেবে খরিফ, রবি এবং অন্যান্য বাণিজ্যিক ফসলের সহায়ক মূল্যও ধারাবাহিক ভাবে বাড়ানো হয়েছে৷
#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত আট বছরে কৃষকদের উন্নতিতে একাধিক সদর্থক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক৷ বিভিন্ন প্রকল্প নিয়ে এসে উদ্ভাবনী ভাবনাও গ্রহণ করেছে মন্ত্রক৷ এসবেরই উদ্দেশ্য কৃষকদের অবস্থার উন্নতি৷
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বর্তমানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরাসরি ভর্তুকি পৌঁছে যাচ্ছে৷ কৃষকদের উপার্জন বেড়েছে, কৃষিকে ব্যবসা হিসেবে বেছে নিচ্ছেন তাঁরা৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের মূল উদ্দেশ্যই হল, কৃষকরা যাতে স্বেচ্ছায় কৃষিকে ব্যবসা হিসেবে বেছে নেন, তা নিশ্চিত করা৷
গত আট বছরে কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ অনেকটাই বেড়েছে৷ কৃষি বান্ধব বিভিন্ন নীতিও গ্রহণ করেছে মোদি সরকার৷ বর্তমান আর্থিক বছরে কৃষি ক্ষেত্রে বরাদ্দ বেড়ে ১.৩২ কোটি টাকা করা হয়েছে৷ সরকার কৃষকদের সামাজিক উন্নয়নে কতটা উদ্যোগী,বাজেট বরাদ্দে এই বৃদ্ধিই তার প্রমাণ৷ গত আট বছরে কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ প্রায় আট গুন বৃদ্ধি পেয়েছে৷
advertisement
advertisement
শুধু বাজেট বরাদ্দ বৃদ্ধি নয়, ভারতের কৃষি ক্ষেত্র যে সঠিক দিশায় এগোচ্ছে, খাদ্যশস্য এবং ফসলের রেকর্ড উৎপাদনই তার প্রমাণ৷ ২০২১-২২ সালের আগাম হিসেব বলছে, এবার খাদ্যশস্যের উৎপাদন বেড়ে হতে চলেছে ৩১৫ মিলিয়ন টন৷ অন্যদিকে ফল ও সব্জি জাতীয় ফসলের উৎপাদন হতে পারে ৩৩৪ মিলিয়ন টন৷ যা সর্বকালীন রেকর্ড৷
advertisement
ফলে করোনা অতিমারির মধ্যেও বিভিন্ন দেশকে সহজেই খাদ্য শস্য সরবরাহ করেছে৷ এমন কি, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ চলাকালীনও বিভিন্ন দেশকে খাদ্যশস্য সরবরাহ করে সাহায্য করেছে ভারত৷
একদিকে যেমন ভারতে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে, সেরকমই কৃষিপণ্যের রপ্তানিও উল্লেখযোগ্য ভাবে বেড়ে প্রায় ৪ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে৷
আরও পড়ুন: ‘ছোটবেলা থেকেই পরিশ্রমী, পড়াশোনাতেও ভালো ছিলেন দাদা’; মোদির প্রশংসায় পঞ্চমুখ ভাই প্রহ্লাদ
advertisement
পাশাপাশি কৃষকদের কথা ভেবে খরিফ, রবি এবং অন্যান্য বাণিজ্যিক ফসলের সহায়ক মূল্যও ধারাবাহিক ভাবে বাড়ানো হয়েছে৷ ২০১৩-১৪ সালে প্রতি কুইন্টাল ধানের সহায়ক মূল্য ছিল ১৩১০ টাকা৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ১৯৪০ টাকা৷ ২০১৩-১৪ সালে গমের সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ১৪০০ টাকা, তা বেড়ে হয়েছে ২০১৫ টাকা৷
প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনায় ১১.৫০ কোটি কৃষক এখনও পর্যন্ত ১.৮২ লক্ষ কোটি টাকা পেয়েছেন৷ এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প৷ ফড়েদের বাদ দিয়ে কৃষকদের প্রতি সরকারের আনুগত্যেরও প্রমাণ এই প্রকল্প৷
advertisement
এ ছাড়াও কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হয়েছে৷ যার সাহায্যে ফসলের উৎপাদন বৃদ্ধির উপায় জানতে পারছেন কৃষকরা৷
এ বছরের বাজেটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিকা মেনে ন্যাচারাল ফার্মিং-এর উদ্যোগের কথা বলা হয়েছে৷ উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে গঙ্গার পাড়ে পাঁচ কিলোমিটার করে এলাকায় এই ন্যাচারাল ফার্মিং শুরু হবে৷
advertisement
Narendra Singh Tomar
(নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, মতামত লেখকের একান্তই ব্যক্তিগত৷)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 11:55 AM IST