ছবির মতো স্থান! জিপ সাফারিতে জঙ্গল ঘুরে দেখার সুযোগ এবার এত কাছে...! চলে আসুন মেন্দাবাড়ি

Last Updated:

চিলাপাতা,কোদালবস্তি থেকে গাড়ি সাফারি এখন অতীত। এবার আপনি চাইলে কার সাফারির সুযোগ পাবেন মেন্দাবাড়ি থেকে। জলদাপাড়া জঙ্গল ঘুরে দেখতে পারবেন এই স্থান থেকেও।

+
মেন্দাবাড়ি

মেন্দাবাড়ি

আলিপুরদুয়ার: চিলাপাতা,কোদালবস্তি থেকে গাড়ি সাফারি এখন অতীত। এবার আপনি চাইলে কার সাফারির সুযোগ পাবেন মেন্দাবাড়ি থেকে। জলদাপাড়া জঙ্গল ঘুরে দেখতে পারবেন এই স্থান থেকেও।
শহুরে কোলাহল থেকে দুরে কোথাও যেতে মন চায়।যেখানে নিভৃত যাপনের সঙ্গী হবে খোলা হাওয়া,সবুজে ঘেরা প্রকৃতি।ছবির মতো সুন্দর কোনও স্থানে ক’টা দিন কাটালেই মিলবে মানসিক শান্তি,খুঁজছেন এমন জায়গা? তাহলে চলে আসুন আলিপুরদুয়ারের মেন্দাবাড়ি গ্রামে।
advertisement
advertisement
সবুজ প্রকৃতি,নাম না জানা নদীর এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে।এলাকার শান্ত পরিবেশ যেকোনও পর্যটকের মন কেড়ে নিতে যথেষ্ট। মেন্দাবাড়ি গ্রামে পর্যটনের জন‍্য উদ‍্যোগী গ্রামের মানুষেরা।হাতে গোনা দু’টি হোম স্টে গড়ে উঠেছে।ভিলেজ ট‍্যুরিজমে নাম উঠে আসবে মেন্দাবাড়ির বিশ্বাস গ্রামের মানুষদের।যদিও বন দফতরের তরফে মেন্দাবাড়ির জঙ্গলে সাফারির ব‍্যবস্থা রয়েছে। তবে এলাকাবাসীদের মতে জঙ্গল শেষ কথা নয়,ছবির মত সুন্দর গ্রাম মেন্দাবাড়ি।
advertisement
গ্রামটিতে নীরবতা এতটাই বিরাজ করে যে শুধু সন্ধ‍্যা বেলাতে নয়,দিনের বেলাতেও শোনা যায় ঝি ঝি পোকার শব্দ।সব থেকে বড় কথা সাফারি করতে না গিয়েও এই এলাকাতে সবসময় দেখতে পাওয়া যায় বন্য প্রাণীর আনাগোনা। মেন্দাবাড়ি গ্রামে এলে পরিচয় হবে রাভা পরিবারের সঙ্গে। তাঁদের সংস্কৃতি, ভাষা, খাদ্যভ্যাস সবই চোখের সামনে দেখা  যাবে।
advertisement
মেন্দাবাড়ি এলাকার এক হোমস্টে মালিক অমর রাভা জানিয়েছেন, \”মেন্দাবাড়ি মধ্য স্থল। এই জায়গা থেকে চিলাপাতা, কোচবিহার, বক্সা সব জায়গাতে যাওয়া যাবে। এই জায়গায় এলে মন শান্ত হয়ে যাবে। প্রকৃতিকে নিবিড়ভাবে চিনতে পারা যাবে।\”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ছবির মতো স্থান! জিপ সাফারিতে জঙ্গল ঘুরে দেখার সুযোগ এবার এত কাছে...! চলে আসুন মেন্দাবাড়ি
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement