Breast Cancer: ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে আপনার রান্নাঘরের এই মশলা

Last Updated:

Breast Cancer: এই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার বা টিএনবিসি নিরাময়ে মহৌষধ হল একটি এশীয় তথা ভারতীয় মশলা। জানিয়েছেন ফ্লোরিডার এ অ্যান্ড এম ইউনিভার্সিটির অধ্যাপক তথা গবেষক ডক্টর প্যাট্রিসিয়া মেন্ডোঙ্কা।

Breast Cancer
Breast Cancer
বিশ্ব জুড়ে মোট ব্রেস্ট ক্যানসার রোগীদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ শতাংশ ক্ষেত্রে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার বা টিএনবিসি-ই সক্রিয়। ব্রেস্ট ক্যানসারের মধ্যে ভয়ঙ্করতম এই ধরন দেখা যায় মূলত অল্পবয়সিদের মধ্যে বা যে সব মহিলাদের বিআরসিএ মিউটেশন থাকে, তাঁদের মধ্যে।
এই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার বা টিএনবিসি নিরাময়ে মহৌষধ হল একটি এশীয় তথা ভারতীয় মশলা। জানিয়েছেন ফ্লোরিডার এ অ্যান্ড এম ইউনিভার্সিটির অধ্যাপক তথা গবেষক ডক্টর প্যাট্রিসিয়া মেন্ডোঙ্কা। সেই মশলা হল, ছোট এলাচ। তাঁর মতে, প্রাকৃতিক যৌগিক উপাদান কার্ডামোনিন মূল কারিগর টিএনবিসি প্রতিরোধে। প্রস্টেট ও কোলোরেক্টাল ক্যানসার উপশমেও সক্রিয় এই উপাদান।
advertisement
advertisement
গবেষক মেন্ডোঙ্কার কথায়, ভারতীয় রান্নায় দীর্ঘ দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে কার্ডামোনিন। তাছাড়া এই উপাদান সাপ্লেমেন্ট হিসেবে বিক্রিও হয় ওষুধের দোকানে। গবেষণা বলছে, পিডি-১ এবং পিডিএল-১ একসঙ্গে মিলিত হয়ে টি-সেলের গতি রোধ করে। যাতে টি-সেল অন্য কোষগুলিকে আক্রমণ না করতে পারে। এর ফলে ক্যানসারের কোষ শরীরে দাবানলের মতো ছড়িয়ে পড়তে বাধা পায়। এই একই ভূমিকা পালন করে কার্ডামোনিন-ও।
advertisement
আরও পড়ুন : কাঁসা-পিতলের বাসনে খাওয়া কেন উপকারী? জলের জন্য সেরা কোন ধাতুর পাত্র?
পাশাপাশি, ককেশীয় সেল লাইনে পিডি এল ওয়ান কম হয়। অন্যদিকে অ্যাফ্রিকান আমেরিকান সেল লাইনে ধরা পড়ে ঠিক উল্টো ছবি। বর্তমানে টিএনবিসি-র শূশ্রূষা মূলত হয় অস্ত্রোপচারের মাধ্যমে। এছাড়া প্রয়োগ করা হয় রেডিয়েশন ও কেমোথেরাপিও। তবে এই সব প্রক্রিয়াই রোগীদের ক্ষেত্রে যন্ত্রণাদায়ক। গবেষক মেন্ডোঙ্কার দাবি, সাম্প্রতিক গবেষণার ফলে টিএনবিসি রোগীদের জন্য অনেক কম যন্ত্রণাদায়ক হবে শূশ্রূষা পদ্ধতি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Cancer: ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে আপনার রান্নাঘরের এই মশলা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement