Benefits of various Utensils: কাঁসা-পিতলের বাসনে খাওয়া কেন উপকারী? জলের জন্য সেরা কোন ধাতুর পাত্র?

Last Updated:

Benefits of various Utensils: প্রায় উঠেই গিয়েছে লোহা, কাঁসা, পিতলের বাসনের ব্যবহার৷ পুরনো রীতির কথা মনে করে একবার ফিরে দেখা যাক অতীতে৷

Benefits of various Utensils
Benefits of various Utensils
দু’ বছর ধরে অতিমারির সঙ্গে যুদ্ধ করার পর মানুষের চিন্তাভাবনায় বহু পরিবর্তন এসেছে, তাতে কোনও সন্দেহ নেই৷ লাইফস্টাইল বা জীবনযাপন চর্চা নিয়ে আগের তুলনায় মানুষ অনেক বেশি আলোচনা করছেন৷ পুরনো ধারার অভ্যাসে ফিরে গিয়েছেন অনেকেই৷ জীবনযাপন চর্চা সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে রান্না তথা খাওয়া দাওয়ার বাসনপত্র নিয়েও৷ হালআমলে প্রায় সব বাড়িতেই রান্না ও খাওয়া হয় স্টেনলেস স্টিল, কাচ বা আনব্রেকেবল প্লাস্টিকের বাসনে৷ প্রায় উঠেই গিয়েছে লোহা, কাঁসা, পিতলের বাসনের ব্যবহার৷ পুরনো রীতির কথা মনে করে একবার ফিরে দেখা যাক অতীতে৷
লোহা-
লোহার বাসনে রান্না করা হলে বেশি তেল দরকার হয় না৷ তাছাড়া রান্নার সময় লোহার গুণাগুণ মিশে যায় খাবারের সঙ্গে৷ ফলে স্বাদ ও গুণ দুই-ই বাড়ে৷ পাশাপাশি লোহার বাসন অনেক বেশি টেকসই৷ ননস্টিক বাসন কিন্তু লোহার বাসনের তুলনায় অনেক বেশি ক্ষতিকারক তার রাসায়নিক প্রলেপের জন্য৷
advertisement
advertisement
খাওয়ার জন্য কাঁসার বাসন অন্যতম সেরা৷ বিশেষজ্ঞরা মনে করেন কাঁসার বাসনে রান্না করলে খাবারে আম্লিকভাব কমে যায়৷ পাশাপাশি, এই বাসনে রান্না করা খাবার হজমেও সহায়ক৷ ইনফ্লেম্যাশন কমিয়ে স্মৃতিশক্তি উন্নত এবং থাইরয়েড ব্যালান্স করতে সাহায্য করে এই বাসনে রান্না করা খাবার৷
advertisement
তামা ও জিঙ্কের সংকর হওয়ার ফলে পিতলের মধ্যে দুই ধাতুর গুণ আছে৷ পিতলের বাসন নন ম্যাগনেটিক এবং টেকসই৷ বিশেষজ্ঞরা মনে করেন পিতলের বাসনে রান্না করলে খাবারের পুষ্টিমূল্য বজায় থাকে৷
তামার পাত্র থেকে জলপান খুবই উপকারী৷ কারণ জলের বিশুদ্ধিকরণ সম্পন্ন হয়৷ তামায় আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ৷ ফলে শরীরে গাঁটের ব্যথার সমস্যা কমে যায়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of various Utensils: কাঁসা-পিতলের বাসনে খাওয়া কেন উপকারী? জলের জন্য সেরা কোন ধাতুর পাত্র?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement