রণবীর-আলিয়ার প্রেমের সূত্রপাত ‘ব্রহ্মাস্ত্র’ বির শ্যুটিঙে৷ তাঁদের পাঁচ বছরের প্রেম অবশেষে পরিণত হল দাম্পত্যে৷ গোটা কপূর পরিবার মেতে উঠেছিল বিয়ের আনন্দে৷ নতুন জীবনের সূত্রপাতে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়েছেন করিনা কপূর, সোনি রাজদান, নীতু কপূর, মৌনী রায়, ঋদ্ধিমা কপূর-সহ দুই পরিবারের অন্যান্যরা এবং বলিউডের তারকামহল৷