কোভিড-১৯-এর আতঙ্ক এখনও শেষ হয়নি৷ ইংল্যান্ডের হেল্থ সিকিয়োরিটি এজেন্সি সতর্ক করেছে কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট এক্স ই (XE variant of Covid19) নিয়ে৷ বিজ্ঞানীদের দাবি, আগের দুটো স্ট্রেইন মিশে এটি পুরনো ভ্যারিয়্যান্টের থেকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে৷