Suvendu Adhikari: ‘কোথায় জ্যোতিপ্রিয়?’ বিধানসভায় সওয়াল শুভেন্দুর! তুমুল হট্টগোল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
প্রস্তাবে বিজেপি দাবি করে, প্রশাসনের বিভিন্ন দফতরে দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। এ নিয়েই আলোচনা চায় বিজেপি৷ যদিও বিরোধী দলের সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এরপরেই তুমুল বিক্ষোভ শুরু হয় বিধানসভায়৷
কলকাতা: গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধনসভার অধিবেশন৷ মঙ্গলবার দ্বিতীয় দিন৷ আর দ্বিতীয় দিনেই দুর্নীতি প্রসঙ্গে মুলতবি প্রস্তাব আনল বিজেপি৷ তবে মুলতবি প্রস্তাব পাঠের পরেও তুমুল হট্টগোল বিধানসভায়৷ জ্যোতিপ্রিয়-পার্থ-মানিকের কাটআউট নিয়ে শ্লোগান অধিবেশনে৷
এদিন বিজেপি মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি চাইলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার অনুমতি দেন৷ অধিবেশনে দাঁড়িয়ে মুলতবি প্রস্তাব পাঠ করেন বিধায়ক মনোজ ওঁরাও৷
আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ডে ফাঁস আরও বড় রহস্য‘! সমবায় থেকেই দেদার দুর্নীতি, গরিবের টাকা লুট করে বাড়ি-গাড়ি বাকিবুরদের
প্রস্তাবে বিজেপি দাবি করে, প্রশাসনের বিভিন্ন দফতরে দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। এ নিয়েই আলোচনা চায় বিজেপি৷ যদিও বিরোধী দলের সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এরপরেই তুমুল বিক্ষোভ শুরু হয় বিধানসভায়৷
advertisement
advertisement
আরও পড়ুন: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
বিধানসভার অধিবেশনে কেন উপস্থিত মন্ত্রী জ্যোতিপ্রিয়? প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোরাধ্যায়, মানিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহার ছবি ও কাট আউট নিয়ে শ্লোগান তুলতে থাকেন বিজেপি বিধায়কেরা৷ এর মধ্যে শাসক দলের বিধায়ক শ্যামল মণ্ডল বলতে ওঠেন, ‘‘কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে। টাকা দিচ্ছে না।’’ দু’পক্ষের হট্টগোলের মাঝেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করে বিজেপি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 28, 2023 12:48 PM IST