Catfish: জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু, চরম বিপাকে বসিরহাটের মাছ চাষ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Suckermouth Catfish: বসিরহাটের স্থানীয় জলাশয়গুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে বিদেশি প্রজাতির ক্ষতিকর মাছ সাকার মাউথ ক্যাটফিশ বা স্থানীয় মানুষদের ভাষায় হেলিকপ্টার মাছ। এরা জলজ পোকামাকড়, শ্যাওলা, এমনকি ছোট মাছ ও পোনা পর্যন্ত খেয়ে ফেলে। এতে খাদ্যের যোগান কমে যায়, ফলে দেশীয় মাছ বাঁচতে পারে না।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মাছ চাষে দেশীয় মাছের শত্রু সাকার মাছের দাপট, বিপাকে বসিরহাটের মাছ চাষ। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন সংলগ্ন বসিরহাট মহকুমা বহুদিন ধরেই মৎস্য চাষে সমৃদ্ধ। মৃদু লবণাক্ত জল, বিশাল জলাশয় ও নদীঘেরা পরিবেশ সব মিলিয়ে এই অঞ্চল দীর্ঘদিন ধরে মাছ উৎপাদনের জন্য আদর্শ এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সাফল্যের উপর নেমে এসেছে এক নতুন সঙ্কট। স্থানীয় জলাশয়গুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে বিদেশি প্রজাতির ক্ষতিকর মাছ সাকার মাউথ ক্যাটফিশ বা স্থানীয় মানুষদের ভাষায় হেলিকপ্টার মাছ।
অ্যাকুরিয়ামে পালনের উপযোগী এই মাছটি এখন নদী, খাল, পুকুর ও চাষের ভেড়িতেও দেখা যাচ্ছে। দেখতে নিরীহ হলেও এটি দেশীয় মাছের জন্য সাংঘাতিক ক্ষতিকর। এরা জলজ পোকামাকড়, শ্যাওলা, এমনকি ছোট মাছ ও পোনা পর্যন্ত খেয়ে ফেলে। এতে খাদ্যের যোগান কমে যায়, ফলে দেশীয় মাছ বাঁচতে পারে না।
আরও পড়ুনঃ মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই! ম্যাচ দেখতে জনসমুদ্র, কোথায় হচ্ছে জানেন?
সবচেয়ে বড় বিপদ হল, এই মাছের পাখনা অত্যন্ত ধারাল হয়। অন্য মাছের সঙ্গে সংঘর্ষে সহজেই আঘাত করে দেয়, যার ফলে সংক্রমণ ও পচনের কারণে অনেক মাছ মারা যায়। চাষিদের অভিযোগ, একবার কোনও জলাশয়ে এই মাছ ঢুকে পড়লে তা নির্মূল করা কার্যত অসম্ভব। খাদ্য ও বাসস্থানের প্রতিযোগিতায় রুই, কাতলা, মৃগেল-সহ দেশীয় মাছ ক্রমশ হারিয়ে যাচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক মাছ চাষি জানান, ‘গত কয়েক বছর থেকে আমাদের ভেড়িতে এই মাছ দেখা যাচ্ছে। এখন প্রায়ই জালে ধরা পড়ে। পুকুরে যত খাবার দিই, সব খেয়ে নিচ্ছে এই বিদেশি মাছ। ফলে উৎপাদন অর্ধেকেরও কমে গিয়েছে’। এই মাছ একবার কোন অঞ্চলে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন। এর প্রভাবে শুধু মাছ চাষ নয়, জলাশয়ের পরিবেশগত ভারসাম্যও নষ্ট হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 21, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Catfish: জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু, চরম বিপাকে বসিরহাটের মাছ চাষ