শাশুড়ির জন্য ১,৬৫৬ মদের বোতল! আহমেদাবাদে পুলিশি অভিযানে ধরা পড়ল পরিবারঘনিষ্ঠ চোরাচালান চক্র

Last Updated:

জুহাপুরার সাফল রেসিডেন্সিতে নসিম আপা ও সলমন পাঠানের নেতৃত্বে ১,৬৫৬ বোতল মদ উদ্ধার, তিনজন গ্রেফতার, রাজ্যে মদ নিষিদ্ধ হলেও চোরাচালান চক্র সক্রিয়!

শাশুড়ির জন্য অর্ডার ১,৬৫৬ মদের বোতল! আহমেদাবাদে পুলিশি অভিযানে ধরা পড়ল পরিবারঘনিষ্ঠ চোরাচালান চক্র
শাশুড়ির জন্য অর্ডার ১,৬৫৬ মদের বোতল! আহমেদাবাদে পুলিশি অভিযানে ধরা পড়ল পরিবারঘনিষ্ঠ চোরাচালান চক্র
শাশুড়ির নামে অর্ডার এল ১,৬৫৬ মদের বোতল! এও সম্ভব? তাও আবার এমন রাজ্য, যেখানে মদই নিষিদ্ধ! সাফল রেসিডেন্সির বাতাসে তখনও টের পাওয়া যাচ্ছিল কিছু গোপন লেনদেনের গন্ধ। তদন্তে ফাঁস হল এমন এক চক্র, যেখানে পারিবারিক সম্পর্কই হয়ে উঠেছে অবৈধ ব্যবসার হাতিয়ার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিপুল মদের চালানটি অর্ডার করেছিলেন কুখ্যাত মদ ব্যবসায়ী নসিম আপার জামাই সলমন ওরফে পিন্টু পাঠান। তিনি ভাটাওয়ার এক চোরাচালানি মদ সরবরাহকারীর কাছ থেকে বোতলগুলি সংগ্রহ করেন। তদন্তে উঠে এসেছে, পুরো চালানটি নসিম আপার অবৈধ মদ ব্যবসার জন্যই আনা হয়েছিল।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে ভেজালপুর থানার পুলিশ ইন্সপেক্টর আর.এস. পরমারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায় জুহাপুরার সাফল রেসিডেন্সি এলাকায়। অভিযান চলাকালীন পুলিশ আটক করে তিনজনকে—মহেবুব কুরেশি, হুসেনমিয়া জাম্মিয়ানা এবং সাহিল জাম্মিয়ানা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় ১,৬৫৬ বোতল মদ ও বিয়ার।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে, এই চালানের মূল পরিকল্পনাকারী ও সুফলভোগী ছিলেন নসিম আপা। তিনি এবং তাঁর জামাই সলমন পাঠান বর্তমানে পলাতক। পুলিশের অনুমান, তাঁরা দু’জনেই আহমেদাবাদে চলা বৃহত্তর মদ চোরাচালান নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য।
advertisement
এই অভিযানটি শহরজুড়ে চলা পুলিশি নজরদারির অংশ, যেখানে সম্প্রতি একাধিক জায়গায় মদ বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই চক্রগুলি নিয়মিত মদ পাচার করে চলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুক্ত রয়েছে একই পরিবারের একাধিক সদস্য। জুহাপুরার সাফল রেসিডেন্সিতে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ১,৬৫৬ বোতল মদ ও বিয়ার, যার বাজারমূল্য প্রায় ৫.৮ লক্ষ টাকা।
advertisement
অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে। নসিম আপা ও সলমন পাঠানকে গ্রেফতার করা গেলে রাজ্যের মদের চোরাচালান চক্রের আরও গভীর দিক উন্মোচিত হতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শাশুড়ির জন্য ১,৬৫৬ মদের বোতল! আহমেদাবাদে পুলিশি অভিযানে ধরা পড়ল পরিবারঘনিষ্ঠ চোরাচালান চক্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement