Suvendu Adhikari: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’

Last Updated:

এদিকে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, বেনিয়মের অভিযোগ সম্বলিত তৃণমূলের নেতা-মন্ত্রীদের নিশানা করে আজ, শনিবার শাহী সমাবেশকে সামনে রেখে একটি থিম সংয়েরও আত্মপ্রকাশ ঘটানো হয় রাজ্য বিজেপির তরফে।

কলকাতা: রাজ্যের আবেদন গ্রাহ্য হয়নি৷ ধর্মতলায় ঠিক তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জায়গাতেই আগামী বুধবার শাহী সমাবেশ। ২৯ নভেম্বর ‘বঞ্চিত’দের নিয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশ করতে চলেছে বিজেপি৷ যা নিয়ে দলীয় স্তরে প্রস্তুতিও তুঙ্গে৷ সমাবেশের প্রচারে এবার সোশ্যাল মিডিয়াতেও তেড়েফুঁড়ে নামলেন বিজেপির নেতাকর্মীরা৷
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতাকর্মী, সমর্থকেরা সকলেই সোশ্যাল মিডিয়ার নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন ইতিমধ্যেই৷ সেখানে লিখেছেন, সমাবেশের ‘বিশেষ’ স্লোগান৷ পাশাপাশি, তুলে ধরা হয়েছে ‘কলকাতা চলো’র পোস্টারও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে এদিন একটি ভিডিও বার্তাও দেওয়া হয় সমাজ মাধ্যমে৷ সেই বার্তায় সমাজের সমস্ত শ্রেণির ‘বঞ্চিত’ মানুষকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
advertisement
শুধু শ্লোগান কিংবা পোস্টারই নয়, বিজেপির এই বিশেষ সমাবেশের জন্য বঙ্গ বিজেপির তরফে শনিবার লঞ্চ করা হয়েছে একটি বিশেষ থিম সং৷ আদালতের অনুমতি পাওয়ার পরেই ধর্মতলায় সমাবেশের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। আগামী ২৯ নভেম্বর বিজেপির সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূল বক্তা। আর তাই শাহী সমাবেশের লক্ষ্য নিয়েই ধর্মতলা সমাবেশের দিকে এগোচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতের শুরুতেই সাগরে ঘনাচ্ছে জোড়া ঘূর্ণি! তুমুল বৃষ্টি আসছে বলে.. জানুন আপডেট
তৃণমূলের বকেয়া টাকা আদায়ের দাবির পাল্টা বিজেপির ‘বঞ্চিত’দের নিয়ে সমাবেশ। কখনও নয়াদিল্লিতে, কখনও কলকাতায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস৷ এবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ দিবস পালনের জায়গাতেই সমাবেশের আয়োজন করতে চলেছে বিজেপি৷
advertisement
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের ধর্মতলায় সমাবেশের মাধ্যমেই অমিত শাহর উপস্থিতিতে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে পদ্ম শিবির৷ এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তবে নড়বড়ে সংগঠন, ঘরোয়া কোন্দল কাটিয়ে উঠে শাসকদলের বঞ্চনার পাল্টা দুর্নীতি ইস্যুতে হাতিয়ার করে রাজনৈতিকভাবে চব্বিশের লোকসভা ভোটে কতটা সফল হয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তার উত্তর দেবে সময়ই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement