Cyclonic Circulation: শীতের শুরুতেই সাগরে ঘনাচ্ছে জোড়া ঘূর্ণি! তুমুল বৃষ্টি আসছে বলে.. জানুন আপডেট
- Published by:Satabdi Adhikary
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আগামী দু’তিন দিন কুয়াশা থাকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম বিকালের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় ভোরবেলায় কুয়াশার সম্ভাবনা। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হাল্কা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ ক’টা দিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
advertisement
দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে চলেছে জোড়া ঘূর্ণাবর্ত। এই ঘুর্ণাবর্ত থেকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় আগামিকাল সোমবার ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী দুই দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।
advertisement
২৯ নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক অর্থাৎ, অন্ধ্রপ্রদেশ উপকূল। এরপর গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা এবং শক্তি বাড়াতে পারে এই সিস্টেম। উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকেই নজর আবহাওয়াবিদদের।
advertisement
নভেম্বরের শেষে জোড়া পশ্চিমি ঝঞ্ঝা। একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে রবিবার এবং অন্যটি বৃহস্পতিবার। এই ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম আরব সাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে গুজরাত পর্যন্ত।
advertisement
advertisement
কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। সকাল-সন্ধে শীতের আমেজ। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও।
advertisement
উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে হাল্কা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।
advertisement
advertisement
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আগামী দু’তিন দিন কুয়াশা থাকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম বিকালের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় ভোরবেলায় কুয়াশার সম্ভাবনা। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হাল্কা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ ক’টা দিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
advertisement
পুবালি হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং কেরলে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পণ্ডিচেরি ও করাইকালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন; হাল্কা বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা ও থাকছে। সোমবার থেকে বুধবারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকাতে। শিলাবৃষ্টি হতে পারে রাজস্থান বিধর্ভ মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট, গোয়া, কঙ্কনে।