Punjab DG Arrest: বাবার সঙ্গে সম্পর্কে স্ত্রী, অভিযোগ তুলতেই ছেলের রহস্যমৃত্যু! পঞ্জাবে গ্রেফতার পুলিশের প্রাক্তন ডিজি-স্ত্রী

Last Updated:

পঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, আকিলের মৃত্যুর পর প্রথমে তাদেরও কোনও সন্দেহ হয়নি৷

ধৃত প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা এবং তাঁর স্বামী পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি মহম্মদ মুস্তাফা৷
ধৃত প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা এবং তাঁর স্বামী পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি মহম্মদ মুস্তাফা৷
ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি মহম্মদ মুস্তাফা এবং তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা৷ রাজিয়া এবার পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেসের নেত্রী৷ তাঁদের ৩৩ বছর বয়সি ছেলে আকিল আখতারকে খুনের অভিযোগেই এই হাইপ্রোফাইল দম্পতিকে গ্রেফতার করা হয়েছে৷
কয়েকদিন আগেই পঞ্চকুলার বাড়িতে রহস্যমৃত্যু হয় মুস্তাফা এবং রাজিয়ার ছেলে আকিলের৷ বাড়িতেই অচৈতন্য অবস্থায় আকিলের দেহ উদ্ধার হয়৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানায়, ড্রাগের ওভারডোজের কারণেই তাঁদের ছেলের মৃত্যু হয়েছে৷ কারণ আকিল অসুস্থ ছিলেন এবং বেশ কিছু ওষুধ খাচ্ছিলেন তিনি৷
যদিও আকিলের মৃত্যুর পরই তাঁর একটি ভিডিও সামনে আসে৷ সেখানে তাঁর মুখে নিজের বাবা এবং স্ত্রীকে নিয়েই মারাত্মক অভিযোগ সামনে আসে৷ অগাস্ট মাসে রেকর্ড করা ওই ভিডিও-তে আকিল অভিযোগ করেন, তাঁর বাবার সঙ্গেই তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে৷ আকিলের এক পারিবারিক বন্ধুও অভিযোগ করেন, মারাত্মক মানসিক চাপের মধ্যে ছিলেন আকিল৷
advertisement
advertisement
ওই ভিডিও-তে আকিল আশঙ্কা প্রকাশ করে বলেন, টআমি জানতে পেরেছি আমার স্ত্রীর সঙ্গে আমার বাবার অবৈধ সম্পর্ক রয়েছে৷ এই বিষয়টি নিয়ে আমি মারাত্মক চাপের মধ্যে রয়েছি এবং ধাক্কা খেয়েছি৷ আমি জানি না আমি কী করব৷ আমার এখন ভয় করছে যে আমাকে ওরা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে পারে৷ট
আকিল আরও অভিযোগ করেন, তাঁর মা এবং বোনও এই ষড়যন্ত্রে যুক্ত৷ আকিল বলেন, আমাকে ওরা হয় জেলে পাঠাবে নয়তো আমায় মেরে ফেলবে৷ ভিডিও-তে আকিল আরও বলেন, বিয়ের আগে থেকেই তাঁর বাবা তাঁর স্ত্রীকে চিনতেন৷ আকিল বলেন, বিয়ের পর প্রথম দিন আমাকে আমার স্ত্রী ছুঁতে দেয়নি৷ ও আমাকে নয়, আমার বাবাকে বিয়ে করেছিল৷
advertisement
আকিল আরও অভিযোগ করেন, তাঁর কোনও মানসিক সমস্যা না থাকলেও জোর করে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে রিহ্যাব সেন্টারে নিয়ে গিয়ে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল৷
পঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, আকিলের মৃত্যুর পর প্রথমে তাদেরও কোনও সন্দেহ হয়নি৷ কিন্তু একটি অভিযোগ পাওয়ার পরই আকিলের মৃত্যুর কারণ নতুন করে খতিয়ে দেখেন তাঁরা৷ সেই অভিযোগপত্রে দাবি করা হয়, আকিলের মৃত্যুর পিছনের তাঁর পরিবারের ভূমিকা রয়েছে৷ এর পরই পুলিশের হাতে আকিলের রেকর্ড করা ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট পুলিশের হাতে আসে৷ তাতেই নতুন করে সন্দেহ তৈরি হয়৷ সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছে পঞ্জাব পুলিশের প্রাক্তন শীর্ষ কর্তা মহম্মদ মুস্তাফা এবং তাঁর স্ত্রী রাজিয়া সুলতানাকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab DG Arrest: বাবার সঙ্গে সম্পর্কে স্ত্রী, অভিযোগ তুলতেই ছেলের রহস্যমৃত্যু! পঞ্জাবে গ্রেফতার পুলিশের প্রাক্তন ডিজি-স্ত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement