Panihati Jhalda Councillor Murder: দুই কাউন্সিলর হত্যার জের, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা

Last Updated:

নবান্নে এসে পুলিশ- প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: দুই কাউন্সিলরের খুনের ঘটনার পর নবান্নে পুলিশ- প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ রবিবারই পুরুলিয়ার ঝালদা এবং উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে (Panihati Councillor Murder) কংগ্রেস এবং তৃণমূলের দুই কাউন্সিলর খুন হন৷ ইতিমধ্যেই দু'টি ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
রবিবার ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ পানিহাটিতে খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা৷ বিধানসভাতেও মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি৷
advertisement
এর কিছুক্ষণের মধ্যেই নবান্নে এসে পুলিশ- প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠেক রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব, এডিজি সিআইডি, এডিজি আইনশৃঙ্খলা৷ একদিনে জোড়া কাউন্সিলর হত্যার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার৷ ফলে, দ্রুত এই দু'টি ঘটনাতেই অপরাধীদের গ্রেফতারি চান মুখ্যমন্ত্রী৷
advertisement
এ দিনের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে৷ ইতিমধ্যেই পানিহাটিতে পৌঁছেছে সিআইডি-র পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷
পানিহাটির ঘটনায় এখনও পর্যন্ত অনুপম দত্তকে গুলি করায় অভিযুক্ত শ্যুটার শম্ভু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অন্যদিকে পুরুলিয়ার ঘটনাতেও নিহত কাউন্সিলরের দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panihati Jhalda Councillor Murder: দুই কাউন্সিলর হত্যার জের, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement