Firhad Hakim: 'ঝাড়খণ্ড বর্ডার থেকে কারা ঢুকছে!' ধিক্কার জানিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
#কলকাতা: রাজ্যে খুন হয়েছেন দুই কাউন্সিলর। একজন পানিহাটির তৃণমূল কাউন্সিলর অপরজন, ঝালদায় কংগ্রেসের কাউন্সিলর। ইতিমধ্যেই ওই দুই খুন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি...
পানিহাটি ও ঝালদাতে কাউন্সিলর খুন প্রসঙ্গে:
এরকম ভাবে আমাদের মেরে মেরে আমাদের শেষ করা যাবে না। আততায়ীরা বারেবারে তৃণমূলের উপর আক্রমণ করে যদি তৃণমূলকে শেষ করতে চায়, তাহলে কোন দিনও শেষ করতে পারবে না। যারা এই কাজ করছে তাদের আমি ধিক্কার জানাই এবং আমি শীঘ্রই বিচার ও তদন্তের দাবি করছি। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
advertisement
advertisement
ঝালদাতেও একই ঘটনা হয়েছে। যা হয়েছে সেটা অন্যায়। আমি এ বিষয়ে ফোনে কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ঝাড়খণ্ডের বর্ডার থেকে কন্ট্রাক কিলাররা রাজ্যে প্রবেশ করছে। পুলিশকে এই বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
সম্পূর্ণ তবে ঘটনার তদন্ত হবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো সে বিষয়ে তদন্ত করতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে।
advertisement
এর মধ্যে কোন রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা বিষয় এখনই বলা যাচ্ছে না। জলা জমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পানিহাটি কাউন্সিলরকে খুন হতে হল? এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, জলা জমি ভরাটের বিরুদ্ধে আমি নিজেও রয়েছি। যেই করে থাকুক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
advertisement
পুরসভার চেয়ারম্যান পদের তালিকা::
পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে সমস্ত জেলা প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করে নামের তালিকা ঠিক করা হয়ে গেছে। এবার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে নাম ঘোষণা করা হবে।
বালিগঞ্জে কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে বদল করতে হবে ইমামদের দাবি ::
এটা হয় না। এটা নিয়ে দল সিদ্ধান্ত নেবে। আমরা সব ধর্মের সকলকে সম্মান করি। সবাইকে সম্মান দিয়ে সমান অধিকার দিয়ে নিয়ে চলি। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে নেওয়া সেটা ধর্মের ভিত্তিতে নেওয়া হয় না।
advertisement
আসানসোলে শত্রুঘন সিনহা তৃণমূলের প্রার্থী। বিজেপির দাবি বহিরাগত ::
ভূতের মুখে রাম নাম। বিজেপি বাইরে থেকে এত প্রার্থী নিয়ে এসেছে। তাহলে কেন গুজরাটের ক্যান্ডিডেটকে উত্তর প্রদেশ থেকে দাঁড় করানো হল? বেনারসে কেন গুজরাটের প্রার্থী দাঁড়াল? তাহলে কি উত্তরপ্রদেশে প্রার্থী ছিল না, যে গুজরাট থেকে প্রার্থী আনতে হল!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2022 1:43 PM IST