Mamata Banerjee: লন্ডনের টিউব রেলে বাংলার জয়জয়কার, ট্যুইট উচ্ছ্বসিত মমতার

Last Updated:

Mamata Banerjee: ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে এবং সেই স্টেশনে সংকেতের জন্য বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়েছে।''

উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়
উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: লন্ডনে (London) পাতাল রেলের স্টেশনের নাম লেখা বাংলায়! দিন কয়েক আগেই মেট্রো রেলের স্টেশনের নাম বাংলায় লেখা হয়। আর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সকালেই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই সূত্রেই তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
advertisement
এদিন ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে এবং সেই স্টেশনে সংকেতের জন্য বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়েছে। ১০০০ বছরের পুরনো আমাদের বাংলা ভাষা। আর এই ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও শক্তি আমাদের ঐতিহ্যের জয়। এই ঘটনা দেখায়, প্রবাসীদের অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় একসঙ্গে কাজ করে চলা উচিত। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।''
advertisement
লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা করা সেখানকার গণ পরিবহণের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। গত বৃহস্পতিবার থেকে লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও শোভা পাচ্ছে। প্রসঙ্গত, যে এলাকায় স্টেশনের নাম বাংলায় রাখা হয়েছে, সেই এলাকাটি বাংলাভাষী অধ্যুষিত। ওই এলাকায় বাংলাদেশিরাই বেশি থাকেন।
advertisement
লন্ডনের হোয়াইটচ্যাপেল অঞ্চলের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষই হল বাঙালি। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালিই থাকেন এই অঞ্চলে। এই অঞ্চলে বহু দোকানের নাম রয়েছে বাংলা ভাষায়। এই আবহে দীর্ঘদিন ধরেই দাবি ছিল হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম যাতে বাংলাতেও লেখা হয়। সেই দাবি মেনে নেওয়া হয়েছে শেষমেশ। বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলাতেও করে দিয়েছে লন্ডন প্রশাসন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: লন্ডনের টিউব রেলে বাংলার জয়জয়কার, ট্যুইট উচ্ছ্বসিত মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement