Mamata Banerjee: উত্তর প্রদেশ জিতেই 'গিফট কার্ড' বিজেপির, কী তা? ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: পরপর তিনটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''উত্তর প্রদেশে জয়লাভের পরপরই গিফট কার্ড নিয়ে বেরিয়ে এল বিজেপি সরকার! ইপিএল (Employees' Provident Fund)-এ সুদের হার কমানো হল, যা চার দশকের মধ্যে সর্বনিম্ন।''
#কলকাতা: পাঁচ রাজ্যের নির্বাচনের (Election Results 2022) ফল দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছেন, লোকসভা নির্বাচনেও বিজেপি-র নিশ্চিত জয়ের পূর্বাভাস দিচ্ছে এই ফল৷ যদিও নরেন্দ্র মোদির এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি শিবিরকে কটাক্ষ করে বলেছেন, "শুধু কেন্দ্রীয় এজেন্সির জোরে আর 'ইলেকশন মেশনারির' জোরে চারটে ভোটে জিতে বাজনা বাজাচ্ছে বিজেপি। ২০২৪ লোকসভা নিয়ে এখন থেকে চেঁচাচ্ছে। বাংলায় হেরেও লজ্জা নেই৷" আর এবার বিজেপি-র 'স্বরূপ' চেনাতে ট্যুইট করলেন তিনি।
After the vote victory in UP, BJP government comes out with its gift card immediately! It at once unmasks itself by proposing to slash the interest rate on Employees' Provident Fund deposits to a four- decade low nadir. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
advertisement
advertisement
কী লিখলেন ট্যুইটে? পরপর তিনটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''উত্তর প্রদেশে জয়লাভের পরপরই গিফট কার্ড নিয়ে বেরিয়ে এল বিজেপি সরকার! ইপিএফ (Employees' Provident Fund)-এ সুদের হার কমানো হল, যা চার দশকের মধ্যে সর্বনিম্ন।'' তাঁর সংযোজন, ''মহামারীর সময়ে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে।''
advertisement
এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ''জনবিরোধী, শ্রমিক-বিরোধী পদক্ষেপটি বর্তমান কেন্দ্রের বিচ্ছিন্ন জননীতির বহিঃপ্রকাশ ঘটায়। যা কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তদের পরিবর্তে বড় পুঁজির স্বার্থকে সমর্থন করে। ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে এই উদ্যোগকে নস্যাৎ করতে হবে।''
advertisement
উত্তর প্রদেশে বিজেপি-র জয় নিয়ে অবশ্য আগেই প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইভিএম নিয়ে বড় দুর্নীতির অভিযোগও এনেছেন তিন। মমতা বলেছেন, "উত্তরপ্রদেশের ভোট ভালো করে দেখুন, অখিলেশের ভোট শতাংশ অনেকটা বেড়েছে। সমাজবাদী পার্টির আসনও বেড়েছে। বিজেপির উল্টে আসন কমেছে। ইভিএম নিয়ে অনেক অভিযোগ ছিল। ইভিএম নিয়ে কী হল দেখেছেন? অখিলেশের দুঃখ পাওয়ার কিছুই নেই। সব ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত। পঞ্জাবে আপ ইভিএম-এ নজর রেখেছিল। আমরা এখানে রেখেছিলাম। কিন্তু উত্তরপ্রদেশে তা হয়নি।" আর এবার ইপিএফ-এ সুদের হার কমানো নিয়েও বিজেপি-কে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 1:05 PM IST