Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্যকর তথ্য, CBI তদন্তে প্রমাণিত ২১ যৌন হেনস্থা-ধর্ষণের অভিযোগ ভুয়ো!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে শুরু থেকে ভুয়ো অভিযোগের যে দাবি তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল, তা কিছুটা হলেও মান্যতা পেল।
#কলকাতা: ভোট পরবর্তী অশান্তি মামলায় নয়া মোড়! যৌন হেনস্থার 'ভুয়ো' অভিযোগ উঠল। আর সেই সূত্রেই ২১ যৌন হেনস্থার অভিযোগ ফিরিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, তদন্তে ওই অভিযোগগুলিতে ধর্ষণ, শ্লীলতাহানি বা যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি। ফলে শুরু থেকে ভুয়ো অভিযোগের যে দাবি তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল, তা কিছুটা হলেও মান্যতা পেল।
আসলে NHRC রিপোর্টে ২১টি কেসে যৌন হেনস্থা বলা হলেও কোনও প্রমাণই পেল না CBI। তাই অভিযোগগুলি SIT-কে ফিরিয়ে দিল তাঁরা। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি পর্বে যৌন হেনস্থার এফআইআর হয়েছিল ৩৯ টি। চারটি কেসের যৌন হেনস্থার অভিযোগ সিবিআই এখনও খতিয়ে দেখছে।
advertisement
advertisement
খুন বা অস্বাভাবিক মৃত্যুঃ
৫২টি খুন বা অস্বাভাবিক মৃত্যু তদন্তে নেমে CBI
পূর্ণাঙ্গ চার্জশিট দিয়েছে ১০ টি।
৩৮ কেসের সিবিআই তদন্ত চলছে।
২ কেস ফিরে গেল SIT কাছে আর
২ কেসের অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই।
ভোট পরবর্তী অশান্তি মামলায় এই রিপোর্ট দিলেন সিবিআই আইনজীবী হিসেবে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর।
advertisement
SIT তদন্তঃ
৬৮৯ কেসের মধ্যে সিট চার্জশিট দিয়েছে ৫৭৩ টি ক্ষেত্রে।
৬৩ কেসের ক্লোজার রিপোর্ট পেশ করেছে তারা। কিন্তু ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে ফের রাজ্যের হলফনামা তলব করল হাইকোর্ট।
২৪ জানুয়ারি মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে কী পদক্ষেপ, তা হলফনামায় জানাতে হবে রাজ্যকে। পঞ্চায়েত সদস্যদের জরিমানার টাকা দিয়ে ঘরে ফেরানোর চাঞ্চল্যকর অভিযোগ এসেছে হাইকোর্টে।
advertisement
জনস্বার্থ মামলাকারীদের জরিমানা নথি সহ ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 2:04 PM IST