Firhad Hakim: মাস্ক না পরেই বাজারে? ক্রেতা-বিক্রেতারা সাবধান! কী হবে জানেন? মেয়র ফিরহাদ জানালেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: মাস্ক নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি, কলকাতার মেয়র, পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী, ফিরহাদ হাকিম, বাংলায় করোনা বিধিনিষেধ
#কলকাতা: ফের দাপটের সঙ্গে হাজির করোনা। দোসর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আর সেই সূত্রেই ফের সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি সচেতনতা ফিরছে তাতে? রাস্তাঘাটে অন্তত মাস্ক বিহীন লোকজন কম কিছু পাওয়া যাচ্ছে না। এবার তাই মাস্ক নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
এদিন চেতলার একটি স্কুলে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচির সূচনা করে ফিরহাদ বলেন, ''বাজারে নিয়মিত মাইকিং চলছে। নো মাস্ক নো সেল। কোন বিক্রেতা বা ক্রেতা মাস্ক না পরলে তাঁর স্টল তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।'' এখানেই না থেমে ফিরহাদের সংযোজন, ''ট্রেন বা বাস কমানো হয়নি। ১০০% ফ্লিট ইউজ করা হচ্ছে। রাত ১০টার মধ্যে যাতে লকডাউন করা যায়, তাই এই সিদ্ধান্ত। কনটেইনমেন্ট জোন জানিয়ে দেওয়া হবে আজকেই। কনটেইনমেন্ট জোনের পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে বাড়ানো বা কমানো হবে।''
advertisement
advertisement
কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ''কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে শুরু করছি। প্রায় দেড় লক্ষ এ রকম এজ গ্রুপের ছাত্রছাত্রী আছে। যে যে স্কুল অফার করবে পরিকাঠামোগত ভাবে প্রস্তুত হয়ে, সেখানে সেখানে আমরা ভ্যাকসিনেশন সেন্টার করব।'' তবে, ফের করোনার দাপট শুরু হলেও আশাবাদী কলকাতার মেয়র। তাঁর কথায়, ''এবারের ক্ষেত্রে দিন পাঁচেকের মধ্যে ঠিক হয়ে যাচ্ছেন আক্রান্তরা। কিন্তু কোনটা ডেল্টা স্ট্রেন কোনটা কী বোঝা যাচ্ছে না। উত্তীর্ণ সেফ হোম করার ব্যাপারে কথাবার্তা চলছে।''
advertisement
এদিকে এদিনও বিধিনিষেধের বিষয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে পাল্টা কটাক্ষ করতে অবশ্য ছাড়েননি ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''দিলীপ ঘোষ রোজ মর্নিং ওয়াকে গিয়ে কিছু বললে তার উত্তর আমি দেবো কী ভাবে? রাজ্য সরকারের অনেক দায়িত্ব আছে। আমাদের অর্থনীতি, জিডিপি দেশের অর্থনীতির থেকে ভালো।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 12:12 PM IST