Kolkata Airport: করোনা-আখড়া এয়ারপোর্ট? কলকাতা বিমানবন্দরে ভয়ানক কাণ্ড! রিপোর্ট আসতেই জানা গেল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata Airport: কলকাতা থেকে দুবাই যাওয়ার সময় যাত্রীদের RTPCR টেস্ট করা হয়েছিল। তার মধ্যে ১৬ জন যাত্রী করোনা পজিটিভ হয়েছেন।
#কলকাতা: নতুন বছরেও রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনার সংক্রমণ। মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। রীতিমতো ভয়ের ছবি দেখা যাচ্ছে কলকাতা-সহ সমস্ত জেলায়। সব জায়গাতেই হু হু করে বাড়ছে করোনা। ফলে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। রবিবার, মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন নতুন করোনা নির্দেশিকা। আর করোনা আবহে প্রথম নজর গিয়ে পড়েছে ভিন দেশ বা রাজ্য থেকে আসা বিমান পরিষেবার ক্ষেত্রে। তবে, সেই সিদ্ধান্ত যে অমূলক নয়, তার প্রমাণ মিলল এদিনই।
সূত্রের খবর, কলকাতা থেকে দুবাই যাওয়ার সময় যাত্রীদের RTPCR টেস্ট করা হয়েছিল। তার মধ্যে ১৬ জন যাত্রী করোনা পজিটিভ হয়েছেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বিমানবন্দরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর 6E027 বিমানে ৬ জন যাত্রী, FLY Dubai-এর ৭ জন যাত্রী ও Emirates-এর ৩ জন যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। সব মিলিয়ে ১৬ জন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য ও দেশের বাইরে থেকে বহু যাত্রীই রাজ্যে এসে করোনা পজিটিভ ধরা পড়েছেন। ফলে দমদম বিমানবন্দর থেকে বিমান ওঠানামর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে রাজ্য। করোনা আক্রান্তের ক্ষেত্রে দেশে এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। তাই মুম্বই ও দিল্লিগামী বিমান সোমবার থেকে সপ্তাহে ২ দিন করে চলবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য। সোমবার ও শুক্রবার শুধুমাত্র উড়বে দিল্লি ও মুম্বইগামী বিমান।
advertisement
এদিকে, ব্রিটেন থেকে এই মুহূর্তে কোনও বিমানই কলকাতায় আসতে পারবে না। অন্য আন্তর্জাতিক বিমানযাত্রীদের কলকাতায় আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে। এরই মধ্যে একদিনে বিমানবন্দরে খোঁজ মিলল ১৬ জন করোনা পজিটিভ রোগীর। যা কেবল হিমশৈল্যের চূড়া মাত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 10:49 AM IST