Calcutta High Court: টেটে পাওয়া অতিরিক্ত এক নম্বর যেন নিউটনের আপেল পড়া, খোঁচা আদালতের

Last Updated:

Calcutta High Court: ডিভিশন বেঞ্চের বিচারপতির এমন ‘নিউটন আপেল’ মন্তব্যেই স্পষ্ট প্রাথমিক নিয়োগ মামলার আসল গলদ কোথায়।

#কলকাতা: "নিউটন আপেল পড়তে দেখেছিলেন। টেটে বাড়তি ১ নম্বর আপেল পড়ার মতন। ২৭৩ জন এই বাড়তি ১ নম্বরে পাওয়াই আশ্চর্যের’’।হালকা ছলে মন্তব্য  বিচারপতি সুব্রত তালুকদারের। ডিভিশন বেঞ্চের বিচারপতির এমন ‘নিউটন আপেল’ মন্তব্যেই স্পষ্ট প্রাথমিক নিয়োগ মামলার আসল গলদ কোথায়। বৃহস্পতিবার দিনভর প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ১৯ আপিল মামলার শুনানি হয়। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য আইনজীবী জয়দীপ কর সওয়ালে জানান, ‘পর্ষদ সভাপতি, তাঁর স্ত্রী-সহ অনেকের সম্পত্তির হলফনামা চেয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চ।’
আরও পড়ুন: জুমলাবাজি, শকুনি, স্বৈরাচারী...'অসংসদীয় শব্দ' বাছল মোদি সরকার! তুমুল বিতর্ক
সওয়ালে তিনি তুলে ধরেন, সিঙ্গল বেঞ্চ ১৭ জুন ২০২২  কিছু নথি আনার নির্দেশ দেয় পর্ষদকে। নিয়োগ প্রার্থীদের এপ্লিকেশন আনতে বলা হয়, কিন্তু বোর্ড দিতে পারেনি। প্যানেলে  ২৭৩ জনকে  বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর থেকে নিয়োগ দেওয়া হয়। প্যানেলে স্বাক্ষর ছিল না। এই সমস্ত নথি জমা দিতে না পারার জন্য কি বোর্ড সভাপতিকে অপসারণ করা যায়? এই সমস্ত নথি চাওয়ার পর সে গুলোকে ফরেনসিকে যে ভাবে পাঠানো হয়েছে তা আইনবিরুদ্ধ। আদালতের উচিত ছিল এই ব্যাপারে বোর্ডকে হলফনামা দিতে বলা। আদালত নথি বাতিল করতে বলার নির্দেশ দিতে পারতো। বোর্ডের কাজে কিছু অনিয়ম হতে পারে, কিন্তু তার মানে বেআইনি কাজ হয়েছে, এটা সিঙ্গেল বেঞ্চ কী ভাবে ধরে নিল। বোর্ড বারবার একক বেঞ্চে বলার চেষ্টা করেছে নিয়োগ পদ্ধতিতে অনিয়ম থাকতে পারে, কিন্তু বেআইনি কিছু ছিল না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সওয়ালে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে জানান।
advertisement
আরও পড়ুন: ধুতি দিয়ে বাধা, পুড়ে ছাই গোটা শরীর! পাশে কাগজে লেখা...শিউরে ওঠা ঘটনা রাণীচকে
চাকরি বাতিল হওয়া কেউ-ই মামলায় অন্তর্ভুক্ত ছিল না। ভুল তত্ত্বের ওপর দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চের বিচার হয়েছে। ২৬৫ জনের চাকরি, এই অনিয়ম শুধরে নেওয়ারও অযোগ্য, এটা কী ভাবে সিঙ্গেল বেঞ্চের মনে হল। প্রাথমিক নিয়োগে অনিয়ম 'ভুল' স্বীকার করে রাজ্যের এজি জানান, বেআইনি নিয়োগ সংক্রান্ত গত ৪ বছরে কোনও অভিযোগ নেই। শিক্ষার অধিকার আইনে ৬-১৪ বয়সি প্রত্যেক পড়ুয়ার কোয়ালিটি এডুকেশন এখন অধিকার সারা দেশে। একটা অতিরিক্ত প্রাথমিক নিয়োগ প্যানেল হয়েছিলো। এটা ভুল ছিল।  এই ২৭৩ নিয়োগ তালিকা ভুল ছিল। শুধু এইটুকুই। যদিও অতিরিক্ত প্যানেল তৈরির অপশন রয়েছে পর্ষদের। এর বাইরে কোনও অনিয়ম নেই। যদি ধরেও নিই এই প্যানেল তৈরি ভুল ছিল। তাহলে এখানে অপরাধ  কোথা থেকে এল। 'আনফিট' হলে পর্ষদ সভাপতিকে সরিয়ে দেওয়া যাবে। সিঙ্গেল বেঞ্চের তৈরি এই ক্রাইটেরিয়া কোথায় বর্ণিত আছে। পর্ষদ সভাপতিকে সরাতে পারে পর্ষদ সদস্যরা সিদ্ধান্তের আকারে। সরকার নিয়োগ করে পর্ষদ সভাপতিকে।
advertisement
advertisement
এ দিন কেন্দ্রের সহকারী সলিসিটর জেনারেল জানান,"সিবিআই সিট তদন্ত করছে, যুগ্ম অধিকর্তা'র নজরদারিতে।ইতিমধ্যেই জনস্বার্থ মামলায় টেট ২০১৪ নিয়ে একটি নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলা আদালত গ্রহণ করেছে। এই বিষয়টিও আদালত নোট রাখুক।" শুক্রবার ফের মামলার শুনানি।
Arnab Hazra
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: টেটে পাওয়া অতিরিক্ত এক নম্বর যেন নিউটনের আপেল পড়া, খোঁচা আদালতের
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement