Jalpaiguri News: রাত পোহালেই নববর্ষ! নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে

Last Updated:

Buddhist New Year: নতুন বছর শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। তাই নতুন বছরকে আহ্বান জানানোর উদ্দ্যেশ্যেই জলাইগুড়ির ভানুনগরে আয়োজিত হল লোসার উৎসব। যার মূল আকর্ষণ ছিলো চাম নৃত্য।

+
লোসার

লোসার উৎসব মেতে উঠেছে বৌদ্ধ ধর্মের মানুষ

সুরজিৎ দে, জলপাইগুড়ি : নতুন বছর জানুয়ারি মাসের প্রথম দিন থেকে হলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নতুন বছর শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। তাই নতুন বছরকে আহ্বান জানানোর উদ্দ্যেশ্যেই জলাইগুড়ির ভানুনগরে আয়োজিত হল লোসার উৎসব। যার মূল আকর্ষণ ছিল চাম নৃত্য। জলপাইগুড়ির রেসকোর্স‌পাড়ার দেসিং চেলিং গুম্ফা কর্তৃক্ষের উদ্যোগেই ফুর্বা পুজো অনুষ্ঠানে‌র আয়োজন করা হয়েছিল রবিবার। এই পুজো অনুষ্ঠানে অভিনবত্ব আনতে চাম নৃত্যের ‌আয়োজন করা হয়। যা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় দেখা যায় এদিন।
চাম নৃত্য মূলত প্রাণবন্ত মুখোশ ও পোশাক পরা তিব্বতি সংস্কৃতির ‌একটি নৃত্য। তিব্বতীয় বৌদ্ধ ধর্মাবলম্বী‌রা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকা ঐতিহাসিক ‌এই নৃত্যের আয়োজন করা হয় জলপাইগুড়ি‌তে। শহর জলপাইগুড়ির বুকে এ বার‌ই প্রথম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন :  কুল এবং কামরাঙা মাখায় রয়েছে প্রচুর উপকারিতা! জানলে আপনিও অবাক হবেন
তাই স্বাভাবিক ভাবেই জলপাইগুড়িতে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তো বটেই, পাশাপাশি পুরো জলপাইগুড়িবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নতুন বছরের আসন্ন দিন গুলোতে যাতে সবার সুখ সমৃদ্ধি বজায় থাকে সেই উদ্দ্যেশেই সবার মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : ভেবেছিলেন পেশা পরিবর্তনের! 'জিরো' ব্যর্থ হওয়ার পর রান্না শিখেছিলেন শাহরুখ খান
এই পুজো উপলক্ষে আয়োজিত নৃত‍্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন‌ পাহাড় থেকে আসা শিল্পী‌রা। অপরদিকে দেছিইং সেরিং গুমফার অন্যতম সদস্য নিরম ভুটিয়া এই বিশেষ উৎসব প্রসঙ্গে বলেন, " মূলত ফেব্রুয়ারি মাসকে সামনে রেখেই এই আয়োজন, কারণ এই সময় খেত থেকে সবার ঘরে নতুন ফসল উঠে আসে, এবং আসন্ন দিনগুলোয় যাতে সবার সুখ সমৃদ্ধি বজায় থাকে সেই উপলক্ষেই এই পুজো উৎসব, তবে এ বার প্রথম দার্জিলিং থেকে বিশেষ চাম নৃত্যের দলকে আমন্ত্রণ করে জলপাইগুড়ি শহরে আনা হয়েছে।"
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রাত পোহালেই নববর্ষ! নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement