Shah Rukh Khan: ভেবেছিলেন পেশা পরিবর্তনের! 'জিরো' ব্যর্থ হওয়ার পর রান্না শিখেছিলেন শাহরুখ খান
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shah Rukh Khan: অকপটে স্বীকার করেন তাঁর জীবনে ব্যর্থতার পর্ব। বলেন, পর পর যখন তাঁর ছবি ফ্লপ করছে, তখন তিনি ভেবেছিলেন অন্য পেশায় চলে যাবেন
মুম্বই : 'পাঠান'-এর আকাশছোঁয়া সাফল্যের পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ খান। বিশ্ব জুড়ে ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে শাহরুখ-দীপিকা-জনের রসায়ন। সাংবাদিক বৈঠকে কিং খান অকপটে স্বীকার করেন তাঁর জীবনে ব্যর্থতার পর্ব। বলেন, পর পর যখন তাঁর ছবি ফ্লপ করছে, তখন তিনি ভেবেছিলেন অন্য পেশায় চলে যাবেন। চিন্তা করেছিলেন রেস্তরাঁ খোলার কথা।
শাহরুখ বলেন, " অতিমারির সময় যখন সব কিছু থমকে এল, তখন আমিও একটু ধীরে সুস্থে চলার অবকাশ পেলাম। খারাপের মতো অতিমারির কিছু ভাল অংশও ছিল। আমি দু বছর কাজ করিনি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। আরিয়ান, সুহানা, আব্রামের বড় হয়ে ওঠা দেখতে পেলাম। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলাম।"
advertisement
আরও পড়ুন : এ.আর.রহমানের জন্য গানের পর অন্তরা নন্দীর প্রথম বাংলা অরিজিনাল "চাঁদনি রাতে" প্রকাশিত হল
সুপারস্টারের আরও সংযোজন, "আরও একটা জিনিস আমার মনে এসেছিল। আমার শেষ ছবি 'জিরো' সফল হয়নি। লোকে ধরেই নিয়েছিল আমার ছবি আর চলবে না। তাই আমি অন্য পেশায় যাওয়ার কথা ভেবেছিলাম। আমি রান্না করাও শিখেছিলাম। ভেবেছিলাম যদি কোনওদিন রেস্তরাঁ খুলতে হয়। আমি ইতালিয়ান রাঁধতে শিখেছিলাম।"
advertisement
advertisement
পাঠান-এর সাফল্যে উচ্ছ্বসিত কিং খান এর সব কৃতিত্ব দিতে চান দর্শকদের। তিনি বলেন, " কোথাও গিয়ে আমরা সকলে একই দলের অংশীদার। সিনেমা, সংবাদমাধ্যম, রেডিও-সকলে সিনেমাকে ভালবেসেছেন। আমরা খুবই কৃতজ্ঞ। এই ছবিকে সমর্থন করার জন্য প্রথমে দর্শক এবং পরে সংবাদমাধ্যমের প্রতি আমরা কৃতজ্ঞ। ছবির শুভমুক্তি বিঘ্নিত হতে পারে, সেই আশঙ্কাও ছিল। তবে সব প্রতিবন্ধকতাকে এড়ানো গিয়েছে।"
advertisement
এর পর শাহরুখকে দেখা যাবে বিজয় সেতুপতি এবং নয়নতারার সঙ্গে 'জওয়ান' ছবিতে এবং তপসী পান্নুর সঙ্গে 'ডঙ্কী'-তে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 9:41 AM IST