Antara Nandy: এ.আর.রহমানের জন্য গানের পর অন্তরা নন্দীর প্রথম বাংলা অরিজিনাল "চাঁদনি রাতে" প্রকাশিত হল
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Manash Basak
Last Updated:
Antara Nandy:চলচ্চিত্রে তার সুপারহিট গান "আলাইকাদল" এর সাফল্যের পর, অন্তরা নন্দী সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে তাঁর প্রথম বাংলা অরিজিনাল রেকর্ড করেন
কলকাতা : এ.আর.রহমান এর জন্য গানের পর প্রথম বাংলা অরিজিনাল "চাঁদনি রাতে" প্রকাশিত হল অন্তরা নন্দীর। “বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা আমার কাছে স্বপ্ন ছিল। 'চাঁদনি রাতে' শুধু সেই স্বপ্নকেই বাস্তবায়িত করেনি বরং এটি আমাকে একজন শিল্পী হিসেবে আমার একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এল৷'' বলেছেন অন্তরা নন্দী৷
চলচ্চিত্রে তার সুপারহিট গান "আলাইকাদল" এর সাফল্যের পর, অন্তরা নন্দী সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে তাঁর প্রথম বাংলা অরিজিনাল রেকর্ড করেন। "চাঁদনি রাতে" একটি অন্য ধারার সাউন্ডস্কেপ নিয়ে বাংলা অরিজিনাল এবং ভিডিওটিতে অন্তরা নন্দী, অমৃতা হালদার এবং রিকি তেওয়ারি রয়েছেন৷
আরও পড়ুন : বেলারুশের তরুণীকে বিয়ে করে সে দেশেই থিতু হয়ে লাখপতি মুম্বইয়ের যুবক
“আমরা অন্তরার প্রথম বাংলা মৌলিক গান প্রকাশ করতে পেরে খুশি; একজন শিল্পী যিনি এ আর রহমানের জন্য রেকর্ডও করেছেন তাঁর সঙ্গীতযাত্রার একটি ছোট্ট অংশ হতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। নীলাঞ্জনকে ধন্যবাদ এমন একটি অসাধারণ গান আমাদের উপহার দেওয়ার জন্য। মিউজিক ভিডিওটি চাঁদনি রাতের মতোই স্নিগ্ধ এবং রোমান্টিক। আমরা আশাবাদী যে শ্রোতারা এই সৃষ্টিকে সমাদর করবেন,” বললেন ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাই সিং।
advertisement
advertisement

“আমি এই সুযোগের জন্য জোনাইদির কাছে চির কৃতজ্ঞ, এই অসাধারণ গানটি তৈরি করার জন্য নীলাঞ্জন দার কাছে এবং একটি দারুণ ভিডিও তৈরি করার জন্য সমগ্র কলাকুশলীদের কাছে এবং অনুপম দা-র কাছে কৃতজ্ঞ আমাকে সুন্দর করে পরিবেশন করার জন্য!" জানালেন অন্তরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 7:39 AM IST