মুম্বই : মুম্বইয়ের যুবক মিথিলেশ একজন ট্র্যাভেল ব্লগার৷ সম্প্রতি বেলারুশের তরুণী লিজাকে বিয়ে করেছেন তিনি৷ বেলারুশেই আপাতত মিথিলেশ-লিজার সংসার৷ সদ্য কন্যাসন্তান এসেছে তাদের কোলে৷ নিজস্ব ইউটিউব চ্যানেলে অভিজ্ঞতা শেয়ার করেছেন মিথিলেশ৷ জানিয়েছেন বেলারুশ সরকারের থেকে তিনি সন্তানকে বড় করে তোলার জন্য মোটা অঙ্কের অর্থ পেয়েছেন৷
ভারতীয় মুদ্রায় এককালীন ১ লক্ষ ২৮ হাজার টাকা পেয়েছেন তিনি৷ এছাড়াও প্রতি মাসে ১৮ হাজার টাকা করে পাবেন সরকার থেকে৷ তিন বছর পর্যন্ত সরাসরি তাঁর অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে৷ তবে এই সুবিধে পাবেন শুধুমাত্র বেলারুশে বসবাসকারীরাই৷ মিথিলেশ জানিয়েছেন তাঁর স্ত্রী লিজা স্বাভাবিক উপায়েই সন্তান প্রসব করেছেন৷ এখন তাঁদের মেয়েদের বয়স ২ মাস৷
আরও পড়ুন : তাঁর 'মন্ত্রঃপূত' কম্বল জড়ালেই রোগমুক্তি অসুস্থের, দাবি স্বঘোষিত কম্বলবাবার
তাঁর ইউটিউবে প্রেমকাহিনি জানিয়েছেন মিথিলেশ৷ বেলারুশে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে লিজার সঙ্গে তাঁর আলাপ৷ দোভাষীর মাধ্যমে কথাবার্তা চালিয়েছিলেন তাঁরা৷ গত ২৫ মার্চ তাঁদের বিয়ে হয়৷ উপস্থিত ছিলেন দু’জনের পারিবারিক সদস্যরা৷ মিথিলেশের ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা পেরিয়েছে ৯ লক্ষ৷ দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনা তিনি শেয়ার করেন ইউটিউবে৷
মিথিলেশ ২০২১ সালে জীবনে প্রথম বারের জন্য রাশিয়া গিয়েছিলেন৷ সেখানকার এক বন্ধুর পরামর্শে গিয়েছিলেন বেলারুশে৷ সেখানেই আলাপ লিজার সঙ্গে৷ কয়েক দিন যেতেই প্রেম গভীর হয়ে ওঠে৷ তার পর তিনি প্রোপোজ করলে সাড়া দেন লিজা৷ শুরু হয় তাঁদের সংসার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।