Black Blanket Baba : তাঁর 'মন্ত্রঃপূত' কম্বল জড়ালেই রোগমুক্তি অসুস্থের, দাবি স্বঘোষিত কম্বলবাবার

Last Updated:

Black Blanket Baba : গণেশ ভাই গুর্জরের দাবি, তাঁর কম্বলের বিশেষ ক্ষমতা আছে এবং তিনি অসুস্থ মানুষের উপর কম্বল রেখে তাঁর নাড়ি ধরেই বুঝে যান কী অসুখ হয়েছে

রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যের মানুষ কম্বলবাবার শিবিরে অংশ নিয়েছেন
রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যের মানুষ কম্বলবাবার শিবিরে অংশ নিয়েছেন
আমদাবাদ : গণেশ ভাই গুর্জরের আর এক নাম কালো কম্বল বাবা৷ গুজরাতের এই বাসিন্দার দাবি, অসুস্থদের সুস্থ হয়ে ওঠার জন্য আধুনিক চিকিৎসাবিজ্ঞান নয়, বরং তাঁর দেওয়া বিশেষ চিকিৎসা দরকার৷ দেশের নানা শহরে ১৫ দিনের ক্যাম্প করছেন তিনি৷ যাঁরা এই শিবিরে অংশ নিয়েছেন, তাঁদের দাবি, বাবার হাতের অথবা কম্বলের স্পর্শে সুস্থ হয়ে উঠেছেন৷ তবে অনেকেরই দাবি, কোনও উপশম তাঁরা পাননি৷
রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যের মানুষ কম্বলবাবার শিবিরে অংশ নিয়েছেন৷ তাঁর টোটকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেও তাঁরা রাজি৷ গণেশ ভাই গুর্জরের দাবি, তাঁর কম্বলের বিশেষ ক্ষমতা আছে এবং তিনি অসুস্থ মানুষের উপর কম্বল রেখে তাঁর নাড়ি ধরেই বুঝে যান কী অসুখ হয়েছে৷ তাঁর আরও দাবি, এক বার মুখ দেখেই ধরে ফেলেন কোন রোগ বাসা বেঁধেছে শরীরে৷
advertisement
আরও পড়ুন :  কবিতা থেকে রাজনৈতিক প্রবন্ধ, বইমেলায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি বই 
কম্বলওয়ালে বাবার কাঁধে সব সময় তাঁর মন্ত্রঃপূত কালো রঙের কম্বল থাকে৷ তাঁর দাবি, এর গুণে তিনি জটিল অসুখও সারিয়ে তুলতে পারেন৷ এমনকী, প্যারালাইসিস আক্রান্ত বহু মানুষ তাঁর শিবিরে আসেন৷ কম্বলবাবার দাবি, তিনি তাঁদেরও সুস্থ করে তুলতে পারেন৷ গণেশের দাবি, এই কম্বল তিনি পেয়েছেন একটি আমগাছ থেকে৷ দেবীর আশীর্বাদে এই কম্বল দিয়ে এক বার জড়িয়ে ধরলেই অসুস্থদের তিনি রোগমুক্ত করতে পারেন৷ দাবি এই স্বঘোষিত বাবার৷
advertisement
advertisement
কম্বলবাবার শিবিরে যাঁরা আসেন, তাঁদের জন্য প্রতি প্লেট ৪০ টাকা দামের খাবার বিক্রি করা হয়৷ এর থেকেই প্রায় ২ লক্ষ টাকার বেশি উপার্জন হয়৷ এখানেই শেষ নয়৷ বোতলবন্দি মিনারেল ওয়াটার বেচে তাঁর উপার্জন ৪০ হাজার টাকা৷ এছাড়া পুণ্যার্থীদের জন্য শয্যা, নারকেলের দামও তিনি গ্রহণ করেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Black Blanket Baba : তাঁর 'মন্ত্রঃপূত' কম্বল জড়ালেই রোগমুক্তি অসুস্থের, দাবি স্বঘোষিত কম্বলবাবার
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement