হোম /খবর /দেশ /
তাঁর 'মন্ত্রঃপূত' কম্বল জড়ালেই রোগমুক্তি অসুস্থের, দাবি স্বঘোষিত কম্বলবাবার

Black Blanket Baba : তাঁর 'মন্ত্রঃপূত' কম্বল জড়ালেই রোগমুক্তি অসুস্থের, দাবি স্বঘোষিত কম্বলবাবার

রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যের মানুষ কম্বলবাবার শিবিরে অংশ নিয়েছেন

রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যের মানুষ কম্বলবাবার শিবিরে অংশ নিয়েছেন

Black Blanket Baba : গণেশ ভাই গুর্জরের দাবি, তাঁর কম্বলের বিশেষ ক্ষমতা আছে এবং তিনি অসুস্থ মানুষের উপর কম্বল রেখে তাঁর নাড়ি ধরেই বুঝে যান কী অসুখ হয়েছে

  • Share this:

আমদাবাদ : গণেশ ভাই গুর্জরের আর এক নাম কালো কম্বল বাবা৷ গুজরাতের এই বাসিন্দার দাবি, অসুস্থদের সুস্থ হয়ে ওঠার জন্য আধুনিক চিকিৎসাবিজ্ঞান নয়, বরং তাঁর দেওয়া বিশেষ চিকিৎসা দরকার৷ দেশের নানা শহরে ১৫ দিনের ক্যাম্প করছেন তিনি৷ যাঁরা এই শিবিরে অংশ নিয়েছেন, তাঁদের দাবি, বাবার হাতের অথবা কম্বলের স্পর্শে সুস্থ হয়ে উঠেছেন৷ তবে অনেকেরই দাবি, কোনও উপশম তাঁরা পাননি৷

রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যের মানুষ কম্বলবাবার শিবিরে অংশ নিয়েছেন৷ তাঁর টোটকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেও তাঁরা রাজি৷ গণেশ ভাই গুর্জরের দাবি, তাঁর কম্বলের বিশেষ ক্ষমতা আছে এবং তিনি অসুস্থ মানুষের উপর কম্বল রেখে তাঁর নাড়ি ধরেই বুঝে যান কী অসুখ হয়েছে৷ তাঁর আরও দাবি, এক বার মুখ দেখেই ধরে ফেলেন কোন রোগ বাসা বেঁধেছে শরীরে৷

আরও পড়ুন :  কবিতা থেকে রাজনৈতিক প্রবন্ধ, বইমেলায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি বই 

কম্বলওয়ালে বাবার কাঁধে সব সময় তাঁর মন্ত্রঃপূত কালো রঙের কম্বল থাকে৷ তাঁর দাবি, এর গুণে তিনি জটিল অসুখও সারিয়ে তুলতে পারেন৷ এমনকী, প্যারালাইসিস আক্রান্ত বহু মানুষ তাঁর শিবিরে আসেন৷ কম্বলবাবার দাবি, তিনি তাঁদেরও সুস্থ করে তুলতে পারেন৷ গণেশের দাবি, এই কম্বল তিনি পেয়েছেন একটি আমগাছ থেকে৷ দেবীর আশীর্বাদে এই কম্বল দিয়ে এক বার জড়িয়ে ধরলেই অসুস্থদের তিনি রোগমুক্ত করতে পারেন৷ দাবি এই স্বঘোষিত বাবার৷

 

কম্বলবাবার শিবিরে যাঁরা আসেন, তাঁদের জন্য প্রতি প্লেট ৪০ টাকা দামের খাবার বিক্রি করা হয়৷ এর থেকেই প্রায় ২ লক্ষ টাকার বেশি উপার্জন হয়৷ এখানেই শেষ নয়৷ বোতলবন্দি মিনারেল ওয়াটার বেচে তাঁর উপার্জন ৪০ হাজার টাকা৷ এছাড়া পুণ্যার্থীদের জন্য শয্যা, নারকেলের দামও তিনি গ্রহণ করেন৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Blanket, Gujarat