Viral Video: ছোট্ট ছেলে বড়শিতে মাছ ধরছিল... আচমকা জল থেকে উঠে এল যমদূত! তারপর যা ঘটল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: ভয়ানক এই ভিডিও দেখলে গায়ের লোম খাঁড়া দিয়ে ওঠে মূহুর্তে। গায়ে কাঁটা দেয়।
#ফ্লোরিডা: সাধারণ জীবনেই যে কোথায় কখন বিপদ লুকিয়ে রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না। কখনো বরাত জোরে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া গেলেও কিন্তু সেই সব ঘটনা শুনলে বা সেই দৃশ্য সামনে এলেই ভয়ে আঁতকে ওঠেন আট থেকে আশি। এবার সম্প্রতি এই রকমই এক ঘটনা দেখে শিউরে হয়ে উঠলেন নেটিজেনরা(Viral Video)। কয়েক মুহূর্তের জন্যে হৃৎপিণ্ড স্থির হয়ে যাওয়ার জোগাড় যেন।
ছোটবেলার ছেলেমানুষি দিনে বাবার সাথে গিয়ে পুকুরে মাছ ধরা স্মৃতি বোধহয় কম বেশি অনেকেরই আছে। এরকমই বছর সাতেকের এক ছেলে তার বাবার সঙ্গে গিয়েছিল মাছ ধরতে (Viral Video)। ছিপ ধরে তার মাছ তোলাও হয়ে গিয়েছিল। কিন্তু সে জানতো না ওই পুকুরে রয়েছে দৈত্যাকার এক কুমির। ছেলেটি বড়শি দিয়ে মাছ পেলেও মাছটিকে ডাঙ্গায় তোলার পর ওই কুমিরটি এসে ছিনিয়ে নিয়ে যায় মাছটি।
advertisement
advertisement
খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার (Viral Video) পাম কোস্টে। সিয়ান ম্যাকমোহন নামের এক ব্যক্তি তার ছেলে ডসনকে নিয়ে বাড়ির কাছাকাছি এক পুকুরে গিয়েছিলেন মাছ ধরতে। সেখানেই ছেলের মাছ ধরার দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন।
advertisement
ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে মাছটি পুকুর পাড়ে তুলে আনতেই অ্যালিগেটরটি জল থেকে উঠে এসে ছিনিয়ে নিয়ে যায় বিরাট ওই মাছ। একটু অসতর্ক হলেই বড়রকমের কোনও বিপদ হতে পারত কিন্তু ভাগ্যের জোরে তা হয়নি।
ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে। প্রত্যেক এই ভিডিওটি দেখে ভয়ে শিউরে উঠেছেন। সিয়ানের ক্যামেরাবন্দী হওয়া এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়েছে সর্বত্র।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2021 12:16 AM IST