Katrina Kaif Organic Mehndi : দাম ১ লক্ষ টাকা! অর্গ্যানিক সোজত মেহন্দিতে হাত রাঙাবেন ক্যাটরিনা

Last Updated:

Katrina Kaif Organic Mehndi :বিশেষ দিনে হাত রাঙানোর জন্য ক্যাটরিনা বেছে নিয়েছেন শ্রেষ্ঠ মেহন্দি

জয়পুর : রাজকীয় বিয়ের সব আয়োজনেও ছোঁয়া রাজ-বৈশিষ্ট্য৷ তাই নববধূ ক্যাটরিনার হাতের মেহন্দিও হবে এই মেজাজের সঙ্গে মানানসই (Katrina Kaif mehndi)৷ রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় ছ’শো বছরের প্রাচীন দুর্গে ‘সিক্স সেন্সেস’ রিসর্টে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ তার আগে মঙ্গলবার হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান৷ বুধবার অনুষ্ঠিত হবে ‘হলদি’৷
বিশেষ দিনে হাত রাঙানোর জন্য ক্যাটরিনা বেছে নিয়েছেন শ্রেষ্ঠ মেহন্দি (organic mehndi)৷ শোনা গিয়েছে, যোধপুরের পালি জেলার ‘সোজত’ মেহন্দি (sojat mehandi) পরবেন ক্যাটরিনা৷ সম্পূর্ণ রাসায়নিকমুক্ত এই মেহন্দি অর্গ্যানিক৷ তৈরি করা হয় হাতে বেছে৷
আরও পড়ুন : কয়েকশো বছরের প্রাচীন দুর্গে রাজকীয় পরিবেশ উজ্জ্বল ভিকি-ক্যাটরিনার বিয়ের ‘সঙ্গীত’-এ
সেরা মানের হেনাগাছের পাতা থেকে তৈরি করা হয় এই মেহন্দি৷ প্রথমে পাতা বেছে নিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়৷ তার পর হাতে পিষে তৈরি করা হয় মিহি গুঁড়ো৷ কোনও রাসায়নিক নয়, এই মিশ্রণে ব্যবহার করা হয় খাঁটি ইউক্যালিপ্টাস তেল ও লবঙ্গ তেল৷ পাশাপাশি, দেওয়া হয় কিছু ভেষজও৷
advertisement
advertisement
আরও পড়ুন : গোলাপি শহরের পথে ক্যাটরিনার অঙ্গে হলুদ শরারা, ভিকির পরনে কল্কাদার রেশমি কুর্তা
ঐশ্বর্য রাই, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনও তাঁদের বিয়েতে সেজেছিলেন এই অর্গ্যানিক মেহন্দি পরেই৷ ক্যাটরিনার বিয়ের আগে মেহন্দি অনুষ্ঠানে শুধু মেহন্দির দামই নাকি পড়বে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা৷ তবে শোনা গিয়েছে যে ব্যবসায়ী মেহন্দি সরবরাহ করবেন, তিনি নাকি কোনও অর্থ নেবেন না৷
advertisement
আরও পড়ুন : মাত্র একটা মেসেজ পাঠিয়েই সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন ক্যাটরিনা
কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে এর পর দেখা যাবে সলমন খানের বিপরীতে ‘টাইগার থ্রি’ ছবিতে৷ তাঁকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে অক্ষয় কুমারের বিপরীতে রোহিত শেট্টীর ছবি ‘সূর্যবংশী’-তে৷ ক্যাটরিনাকে দেখা যাবে ‘ফোন ভূত’ ছবিতেও৷ এছাড়াও তিনি প্রিয়ঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন ‘জী লে জরা’ ছবিতে৷ ছবিটি পরিচালনা করবেন ফরহান আখতার৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Organic Mehndi : দাম ১ লক্ষ টাকা! অর্গ্যানিক সোজত মেহন্দিতে হাত রাঙাবেন ক্যাটরিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement