মুম্বই : জয়পুরের বাতাসে এখন সানাইয়ের সুর৷ গাঁটছড়া বাঁধতে গোলাপি শহরের পথে উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীদের লেন্সবন্দি হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ৷ সোমবার বিকেলে তারকা জুটির মুখে তখন ঝরে পড়ছে হাসি (Vicky Kaushal and Katrina Kaif Wedding)৷ ক্যাটরিনা (Katrina Kaif) পরেছিলেন এম্ব্রয়ডারি করা হলুদ শরারা৷ তাঁর এই পোশাক ডিজাইন করেছেন অনামিকা খন্না৷ হবু বর ভিকি (Vicky Kaushal) নিজেকে আপাদমস্তক সাজিয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের সৃষ্টিতে৷
আরও পড়ুন : বিয়ের আগেই বেকায়দায়? রাজস্থানে ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, কেন জানেন?
ভিকির সেলেব্রিটি স্টাইলিস্ট অমনদীপ কউর জানিয়েছেন, ‘‘ভিকি পরেছিলেন ব্যাঙ্গালোর সিল্কের কুর্তা৷ কুর্তা জুড়ে ছিল যোধপুরী কল্কা প্রিন্ট৷ তাঁর এই পোশাক তৈরি করেছে সব্যসাচী আর্ট ফাউন্ডেশন৷ কুর্তার সঙ্গে ছিল সব্যসাচীর নক্সায় তৈরি ইটালিয়ান উলের ট্রাউজার্স৷’’ ভিকির পোশাকের সঙ্গে অ্যাকসেসরিজও সব সব্যসাচীরই তৈরি করা৷ কল্কাদার কুর্তার সঙ্গে ভিকি পরেছিলেন ‘বেঙ্গল টাইগার ট্রফি বেল্ট’ এবং মাস্টার্ড ট্যান জুতো৷ প্রসঙ্গত তাঁদের শিল্পী মাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বোনের সঙ্গে মিলে ‘সব্যসাচী আর্ট ফাউন্ডেশন’ শুরু করেছিলেন সব্যসাচী৷ অগণিত শিল্পীর সামনে নতুন দিশা ও দরজা খুলে দিয়েছে এই উদ্যোগ৷
আরও পড়ুন : মেলেনি নেমন্তন্ন, ক্যাটরিনার বিয়ের সময় মনের দুঃখে দেশ ছাড়ছেন সলমন
চোখ ফেরানো যাচ্ছে না ক্যাটরিা কইফের পোশাক থেকেও৷ শরারার মতো তাঁর কুর্তা ও দুপাট্টাও উজ্জ্বল হলুদ৷ কুর্তার সঙ্গে দুপাট্টা জুড়েও বিস্তৃত অপরূপ সূচিশিল্প৷ হবু কনের পরনে অলঙ্কার যৎসামান্য থাকলেও তাঁর চোখেমুখে বিয়ের ঔজ্জ্বল্য দেখা গিয়েছে বিলক্ষণ৷ জয়পুর যাওয়ার আগের দিনই অর্পিতা মেহতার নক্সায় তৈরি আইভরি রঙা শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি৷ শাড়ির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিল একই ডিজাইনারের তৈরি কড়ি দিয়ে সাজানো ব্লাউজ৷ কানে অনিতা আদজানিয়া শ্রফের তৈরি চাঁদবালী দুল সম্পূর্ণ করেছিল তাঁর সাজ৷
আরও পড়ুন : বিয়ের মণ্ডপেও সেই সলমন যোগ, এই কাজের বিষয়ে সলমনের উপর নির্ভর করছেন ক্যাটরিনা
শোনা যাচ্ছে, ‘সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা’-য় সঙ্গীত অনুষ্ঠান ৭ ডিসেম্বর৷ পরের দিন হলদি এবং তার পর দিন অর্থাৎ ৯ ডিসেম্বর বিয়ে৷ প্রাচীন রাজস্থানি এই প্রাসাদে ভিক্যাটের বিয়ের সাক্ষী থাকতে উপস্থিত তাঁদের পরিবার পরিজন৷ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে আছেন পরিচালক কবীর খান, অভিনেত্রী মিনি মাথুর, অভিনেত্রী শর্বরী ওয়াঘ এবং রাধিকা মদন-সহ অন্যান্যরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jaipur, Katrina kaif, Vicky Kaushal, Vicky Kaushal and Katrina Kaif Wedding