Katrina Kaif Vicky Kaushal wedding: মেলেনি নেমন্তন্ন, ক্যাটরিনার বিয়ের সময় মনের দুঃখে দেশ ছাড়ছেন সলমন

Last Updated:

বিয়েতে সলমনকে ভুলে গেলেন ক্যাটরিনা, একটা নিমন্ত্রণ পত্রও পাঠালেন না...

#মুম্বই: গতকালই বেজে গিয়েছে বিয়ের সানাই! রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে পৌঁছেছেন ভিকি-ক্যাটরিনা! সেখানেই ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে হেভিওয়েট' বিয়ের অনুষ্ঠান! আজ, ৭ ডিসেম্বর মেহন্দি! আগামিকাল ৮ ডিসেম্বর সঙ্গীত (Katrina Kaif Vicky Kaushal wedding)!
প্রথমে কথা ছিল, বিয়েতে মোট ২০০ জন অতিথি নিমন্ত্রিত থাকবেন। (Katrina Kaif Vicky Kaushal wedding)।কিন্তু করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনের কথা মাথায় রেখে অতিথি তালিকা ছোট করা হয়েছে, ১২০ জন সেলিব্রিটিকে নিমন্ত্রণ করেছেন কপোত-কপোতি। অতিথিদের তালিকায় রয়েছেন, করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শে‌ট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল-এর মতো বলি তারকারা। কিন্তু এই তালিকায় নেই ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খানের নাম! শোনা যাচ্ছিল, ক্যাটরিনা নাকি নিজে সলমন-সহ খান পরিবার ও সলমনের দুই বোন অর্পিতা ও আলভিরাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন! কিন্তু অর্পিতা স্পষ্ট জানিয়ে দেন, ক্যাটরিনা তাঁদেরকে বিয়েতে নেমন্তন্ন-ই করেননি!
advertisement
advertisement
অস্বস্তি এড়াতেই কি সলমনকে বিয়ের দিন নিজের থেকে দূরে রাখলেন সুন্দরী? প্রশ্নটা সহজ, উত্তরটাও জানা! একসময়ের ভালবাসার থেকে এতটা উপেক্ষায় মন ভেঙেছে সল্লু মিঞার! আর তাই তো ক্যাটরিনার বিয়ের সময় তিনি এ দেশেই থাকবেন না। বিস্বস্ত সূত্রের খবর, ভিকি-ক্যাটরিনার বিয়ের সময় মুম্বই ছেড়ে একটি অনুষ্ঠানের জন্য রিয়াধে উড়ে যাবেন সলমন। সঙ্গে যাবেন তাঁর ছায়াসঙ্গী শেরা। ১০ তারিখ থেকে শুরু হবে সেই অনুষ্ঠান। ক্যাটরিনার বিয়ের আগেই গন্তব্যে পৌঁছে যাবেন সলমন খান।
advertisement
অন্যদিকে, সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে এই মুহূর্তে সাজো সাজো রব! ৭০০ বছরের পুরনো এই রাজবাড়ি রিসর্টে দুটি বিলাসবহুল স্যুট ভাড়া নেওয়া হয়েছে কপোত-কপোতির জন্য। ভিকি থাকবেন রাজা মানসিং স্যুটে আর ক্যাটরিনা পদ্মাবতী স্যুটে। প্রতিটির ভাড়া রাতপ্রতি ৭ লক্ষ টাকা।
বিয়েতে করোনাবিধির কথাও মাথায় রাখা হচ্ছে। আমন্ত্রিত প্রত্যেক অতিথিকে সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট ও RTPCR নেগেটিভ রিপোর্ট। বিয়েতে ১২০ জন সেলেব্রিটি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। বিয়ের আসরে প্রবেশ করতে গেলে প্রত্যেককেই নির্দিষ্ট বারকোড স্ক্যান করাতে হবে। রয়েছে আরও কয়েকটি শর্ত। যেমন বিয়ের অনুষ্ঠানে কারা এসেছেন তা বাইরে প্রকাশ করা যাবে না। কোনও ছবি তোলা যাবে না। ওয়েডিং ভেন্যুতে কোনও রিল বা ভিডিও বানানো যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করা যাবে না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal wedding: মেলেনি নেমন্তন্ন, ক্যাটরিনার বিয়ের সময় মনের দুঃখে দেশ ছাড়ছেন সলমন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement