Vicky Katrina wedding Trouble: বিয়ের আগেই বেকায়দায়? রাজস্থানে ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, কেন জানেন?

Last Updated:
Vicky Katrina wedding Trouble: বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং। কিন্তু বিয়ের এই তোড়জোড়ের মাঝেই নতুন বিপত্তি দেখা দিল।
1/8
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দু’‌দিন বাদেই রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল রিসর্টে হতে চলেছে বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং। এক এক করে অতিথিরা এসে উপস্থিত হচ্ছেন জয়পুরে। সোমবারই ভিকি ও ক্যাটরিনা পৌঁছে গিয়েছেন রাজস্থানে। পৌঁছেছেন পরিবারের মানুষজনও। কিন্তু বিয়ের এই তোড়জোড়ের মাঝেই নতুন বিপত্তি দেখা দিল। রাজস্থানের এক আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদালতে।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দু’‌দিন বাদেই রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল রিসর্টে হতে চলেছে বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং। এক এক করে অতিথিরা এসে উপস্থিত হচ্ছেন জয়পুরে। সোমবারই ভিকি ও ক্যাটরিনা পৌঁছে গিয়েছেন রাজস্থানে। পৌঁছেছেন পরিবারের মানুষজনও। কিন্তু বিয়ের এই তোড়জোড়ের মাঝেই নতুন বিপত্তি দেখা দিল। রাজস্থানের এক আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদালতে।
advertisement
2/8
সোমবারই ভিকি ও ক্যাটরিনা পৌঁছে গিয়েছেন রাজস্থানে। পৌঁছেছেন পরিবারের মানুষজনও। কিন্তু বিয়ের এই তোড়জোড়ের মাঝেই নতুন বিপত্তি দেখা দিল। রাজস্থানের এক আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদালতে।
সোমবারই ভিকি ও ক্যাটরিনা পৌঁছে গিয়েছেন রাজস্থানে। পৌঁছেছেন পরিবারের মানুষজনও। কিন্তু বিয়ের এই তোড়জোড়ের মাঝেই নতুন বিপত্তি দেখা দিল। রাজস্থানের এক আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদালতে।
advertisement
3/8
ফলে কিছুটা হলেও বিয়ের সানাই বাজার আগেই তাল কাটল এই বিবাহ অভিযানের ৷ জানা যাচ্ছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ (complaint against vicky kaushal and katrina kaif) দায়ের করেছেন রাজস্থানের এই আইনজীবী (Rajasthan-based advocate)৷
ফলে কিছুটা হলেও বিয়ের সানাই বাজার আগেই তাল কাটল এই বিবাহ অভিযানের ৷ জানা যাচ্ছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ (complaint against vicky kaushal and katrina kaif) দায়ের করেছেন রাজস্থানের এই আইনজীবী (Rajasthan-based advocate)৷
advertisement
4/8
এই খবর কে না জানে যে সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বিয়ে করবেন ভিকি–ক‍্যাট জুটি। প্রাচীন এই কেল্লা চৌথ কা বারওয়ারা নামেও পরিচিত। কারণ এই এলাকাতেই রয়েছে খ‍্যাতনামা চৌথ মাতা মন্দির। কিন্তু সমস‍্যা হল, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তাটি ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আটকে দেওয়া হয়েছে ভিকি–ক‍্যাটরিনার বিয়ের তোড়জোড়ের জন‍্য।
এই খবর কে না জানে যে সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বিয়ে করবেন ভিকি–ক‍্যাট জুটি। প্রাচীন এই কেল্লা চৌথ কা বারওয়ারা নামেও পরিচিত। কারণ এই এলাকাতেই রয়েছে খ‍্যাতনামা চৌথ মাতা মন্দির। কিন্তু সমস‍্যা হল, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তাটি ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আটকে দেওয়া হয়েছে ভিকি–ক‍্যাটরিনার বিয়ের তোড়জোড়ের জন‍্য।
advertisement
5/8
 কিন্তু সমস‍্যা হল, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তাটি ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আটকে দেওয়া হয়েছে ভিকি–ক‍্যাটরিনার বিয়ের তোড়জোড়ের জন‍্য।
কিন্তু সমস‍্যা হল, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তাটি ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আটকে দেওয়া হয়েছে ভিকি–ক‍্যাটরিনার বিয়ের তোড়জোড়ের জন‍্য।
advertisement
6/8
এর জেরেই পুলিসে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। তাঁর দাবি, মন্দিরে যাওয়ার জন‍্য রাস্তা সবসময় খুলে রাখতে হবে, এমনি দাবি জানিয়েছেন ওই আইনজীবী। শুধু ভিকি-ক্যাটরিনাই নয়, ওই হোটেলের ম্যানেজার স্থানীয় জেলাশাসকের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ওই আইনজীবী।
এর জেরেই পুলিসে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। তাঁর দাবি, মন্দিরে যাওয়ার জন‍্য রাস্তা সবসময় খুলে রাখতে হবে, এমনি দাবি জানিয়েছেন ওই আইনজীবী। শুধু ভিকি-ক্যাটরিনাই নয়, ওই হোটেলের ম্যানেজার স্থানীয় জেলাশাসকের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ওই আইনজীবী।
advertisement
7/8
বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে ভক্তদের কথা মাথায় রেখে ওই রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অভিযোগকারী আইনজীবী ৷ ওই আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার ম্যানেজার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ (complaint against vicky katrina) ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷
বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে ভক্তদের কথা মাথায় রেখে ওই রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অভিযোগকারী আইনজীবী ৷ ওই আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার ম্যানেজার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ (complaint against vicky katrina) ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷
advertisement
8/8
আজ থেকেই রাজস্থানের কেল্লায় রাজকীয় বিয়ের পর্ব (Vicky Katrina wedding) শুরু হচ্ছে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের (Katrina Kaif-Vicky Kaushal Marriage)৷ সোমবার রাতে সপরিবার জয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা ৷ বিয়ের আগে 1500 ফিট উচ্চতায় রণথম্বোর কেল্লার শতাব্দী প্রাচীন ত্রিনেত্র গণেশ মন্দিরে তাঁরা পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷
আজ থেকেই রাজস্থানের কেল্লায় রাজকীয় বিয়ের পর্ব (Vicky Katrina wedding) শুরু হচ্ছে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের (Katrina Kaif-Vicky Kaushal Marriage)৷ সোমবার রাতে সপরিবার জয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা ৷ বিয়ের আগে 1500 ফিট উচ্চতায় রণথম্বোর কেল্লার শতাব্দী প্রাচীন ত্রিনেত্র গণেশ মন্দিরে তাঁরা পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement