Salman Khan Katrina Kaif Relationship: মাত্র একটা মেসেজ পাঠিয়েই সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন ক্যাটরিনা

Last Updated:

ক্যাটরিনার প্রেমে পাগল ছিলেন সল্লু মিঞা! তাঁর বিষয়ে মারাত্মক রক্ষণশীলও ছিলেন। নিজের হাতে ক্যাটরিনাকে বলিউডের আদব-কায়দা, নিয়ম-কানুন, কাজকর্মের হাল-হকিকত শিখিয়েছেন

#মুম্বই: গতকালই বেজে গিয়েছে বিয়ের সানাই! রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে শুরু হয়ে গিয়েছে ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের অনুষ্ঠান! সলমান খান, রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের পর অবশেষে ভিকির সঙ্গেই গাটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাট! তবে, ক্যাটরিনা আর সলমনের প্রেমপর্ব নিয়ে চর্চা ছিল সবচেয়ে বেশি (Salman Khan Katrina Kaif Relationship)! ফ্যানেরা আজও কপোত-কপোতির অফস্ক্রিন মিষ্টি কেমিস্ট্রি ভুলতে পারেনি! বলা যায়, ক্যাটরিনার প্রেমে পাগল ছিলেন সল্লু মিঞা! তাঁর বিষয়ে মারাত্মক রক্ষণশীলও ছিলেন। নিজের হাতে ক্যাটরিনাকে বলিউডের আদব-কায়দা, নিয়ম-কানুন, কাজকর্মের হাল-হকিকত শিখিয়েছেন (Salman Khan Katrina Kaif Relationship)! এক কথায়, একটা কাঁদার তালকে মূর্তি বানিয়েছিলেন সলমন নিজের হাতে! সেই মূর্তি-ই একদিন বেঁকে বসল! শোনা যায়, শুধুমাত্র একটা টেক্সট ম্যাসেজ করে সলমনের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন ক্যাটরিনা কাইফ (Salman Khan Katrina Kaif Break Up)।
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, তখন ক্যাটরিনা উটিতে রণবীর কাপুরের সঙ্গে 'আজব প্রেম কী গজব কাহিনি'-র শ্যুটিং করছিলেন। শট দিতে দিতেই একে অপরের কাছাকাছি চলে আসেন ক্যাটরিনা আর রণবীর, সলমনকে ভুলতে বসেন ক্যাটরিনা। যতদিনে শ্যুটিং শেষ হয়, ততদিনে রণবীর আর ক্যাটের মধ্যে প্রেম বেশ মাখোমাখো পর্যায় চলে গিয়েছে! রণবীরের সঙ্গে আলাপ হওয়ার পরই নাকি সলমনের সঙ্গে ব্রেক-আপের সিদ্ধান্ত নেন ক্যাট  (Salman Khan Katrina Kaif Break Up)। যেমন ভাবা তেমন কাজ! ক্যাটরিনা সলমনকে উটি থেকেই টেক্সট ম্যাসেজ পাঠালেন, '' আমার দিক থেকে সবকিছু শেষ। আমাদের মধ্যে আর কোনও প্রেমের সম্পর্ক নেই, চাইলে আমরা ভাল বন্ধু থাকতে পারি!''
advertisement
advertisement
ক্যাটরিনার বন্ধু এও জানান, মুম্বই ফেরা পর্যন্ত আর অপেক্ষা করতে চাইছিলেন না ক্যাটরিনা। উটি থেকেই টেক্সট ম্যাসেজ করেন। জানা যায়, ক্যাটরিনার এহেন মেসেজ পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন দিশেহারা ভাইজান। ঠিক করেন উটির শ্যুটিং সেটে যাবেন। এ কথা জানতে পেরে নাকি ভয় পেয়েছিলেন ক্যাটরিনা! কীভাবে সলমনের মুখোমুখি হবেন? তাও আবার শ্যুটিং লোকেশনে, সবার সামনে? রণবীরের সামনে? কিন্তু সল্লু মিঞা আফটার-অল সল্লু মিঞা... তিনি কখনও ক্যাটরিনাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলেননি, সেবারও ফেললেন না... উটি গেলেন না সলমন।
advertisement
ক্যাটরিনার বন্ধু বলেন, '' শুধুমাত্র রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য সলমনের থেকে দূরে সরে যায়নি ক্যাটরিনা। ও আর সলমনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারছিল না! সম্পূর্ণ বিদ্ধস্ত হয়ে পড়েছিল। আমরা বন্ধুরা জানতাম-ই এক না একদিন সম্পর্কটা ভাঙতই, কাজেই আমরা শকড হইনি! সলমন ওর থেকে বয়সে কত বড়... ও সলমনকে নিয়ে হাফিয়ে উঠেছিল।''
advertisement
তবে, ব্যাক্তিগত সম্পর্ক ভেঙে গেলেও, নিজেদের কাজের সম্পর্কে কোনও আঁচ আসতে দেন নি সলমন ক্যাটরিনা। বিচ্ছেদের পরও দু'জনে একসঙ্গে অভিনয় করেছেন 'ভারত', 'টাইগার জিন্দা হ্যায়', 'এক থা টাইগার'-এর মতো ছবিতে। বিয়ের পরই ক্যাটরিনা সলমনের সঙ্গে 'এক থা টাইগার থ্রি'-র শ্যুট করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan Katrina Kaif Relationship: মাত্র একটা মেসেজ পাঠিয়েই সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন ক্যাটরিনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement