Vicky Kaushal and Katrina Kaif Sangeet : কয়েকশো বছরের প্রাচীন দুর্গে রাজকীয় পরিবেশ উজ্জ্বল ভিকি-ক্যাটরিনার বিয়ের ‘সঙ্গীত’-এ

Last Updated:

Vicky Kaushal and Katrina Kaif Sangeet :সব রীতি নীতি পালন করে সারা হয়েছে প্রস্তুতি৷ রঙিন পরিবেশে হবু বরকনের আত্মীয় পরিজন এবং অন্যান্য অভ্যাগতরা সামিল গানের সুরে পা মেলাতে৷

জয়পুর : ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের ‘সঙ্গীত’ অনুষ্ঠান ঘিরে রাজস্থানের সোয়াই মাধোপুরে চৌথ বারওয়ারা দুর্গে ‘সিক্স সেন্সেস রিসর্ট’-এ এখন সাজো সাজো রব (Vicky Kaushal and Katrina Kaif sangeet) ৷ সব রীতি নীতি পালন করে সারা হয়েছে প্রস্তুতি৷ রঙিন পরিবেশে হবু বরকনের আত্মীয় পরিজন এবং অন্যান্য অভ্যাগতরা সামিল গানের সুরে পা মেলাতে৷ শোনা গিয়েছে, ভিকি ও ক্যাটরিনাও নাচবেন ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘বার বার দেখো’-র ‘কালা চশমা’-র সুর ও ছন্দে৷ ছবির পরিচালক নিত্যা মেহরাও আমন্ত্রিত বিয়েতে৷ ছবিতে ক্যাটরিনার বিপক্ষে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা৷
আরও পড়ুন : গোলাপি শহরের পথে ক্যাটরিনার অঙ্গে হলুদ শরারা, ভিকির পরনে কল্কাদার রেশমি কুর্তা
কবীর খান, শঙ্কর মহাদেবন, গুরদাস মান, রাধিকা মান, শর্বরী ওয়াঘ, নেহা ধুপিয়া-সহ বলিউডের বহু মুখ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিয়ের আসরে৷ বিয়েতে আসার কথা আছে শাহরুখ খান, অক্ষয় কুমার এবং হৃতিক রোশনেরও৷
আরও পড়ুন : মাত্র একটা মেসেজ পাঠিয়েই সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন ক্যাটরিনা
পঞ্চদশ শতকের এই দুর্গে রাজকীয় ঘরানায় ভিকি ও ক্যাটরিনার বিয়ে হবে একান্তই ব্যক্তিগত পরিসরে৷ আমন্ত্রিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিজনরাই৷ মঙ্গলবার সঙ্গীত, বুধবার মেহন্দির পর বিয়ে হবে বৃহস্পতিবার৷ স্পেশাল রিসেপশনের আয়োজন হচ্ছে ১০ ডিসেম্বর৷
advertisement
advertisement
আরও পড়ুন : বিয়ের আগেই বেকায়দায়? রাজস্থানে ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, কেন জানেন?
রাজকীয় পরিবেশে বিয়ের সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকবে রাজ-ঘরানা৷ শোনা গিয়েছে, ভিকি কৌশল বিয়ের মণ্ডপে ঢুকবেন সাতটি দুধসাদা ঘোড়ায় টানা গাড়িতে৷ সোয়াই মাধোপুর জেলার বিখ্যাত রণথম্বর ব্যাঘ্র প্রকল্পেও নাকি বেড়াতে নিয়ে যাওয়া হবে বিয়ের অতিথিদের৷
তারকা জুটির বিয়ে উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ‘সিক্স সেন্সেন্স রিসর্ট’-কে৷ বিয়ের অনুষ্ঠান পালিত হচ্ছে সম্পূর্ণ কোভিডরীতি মেনে৷ অতিথি অভ্যাগতদের কোভিড টিকা নেওয়া না থাকলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal and Katrina Kaif Sangeet : কয়েকশো বছরের প্রাচীন দুর্গে রাজকীয় পরিবেশ উজ্জ্বল ভিকি-ক্যাটরিনার বিয়ের ‘সঙ্গীত’-এ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement