কলকাতা: থেমে গেল সুর। পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিলেন 'লাল পাহাড়ির দেশে'-র গায়ক সুভাষ চক্রবর্তী। শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান শিল্পী। জানা যায়, সম্প্রতি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। মৃত্যুকালে তাঁর বয়স ৭১ বছর।
সুভাষ চক্রবর্তীর প্রয়াণে সঙ্গীতমহলে শোকের ছায়া। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, 'বিশিষ্ট লোকসংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সুভাষ চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর।'
আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ
আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার
মুখ্যমন্ত্রী লেখেন, 'বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা সুভাষবাবু ঐতিহ্যময় লোকসংগীতকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাঁর সৃষ্ট কিছু অবিস্মরণীয় লোকগান আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
শুরু থেকেই টুসু, ভাদুর মতো লোকগানকে নিজের কণ্ঠের জাদুতে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন সুভাষ। আজও তাঁর গান অনুরাগীদের মুখে মুখে ফেরে। সুভাষের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতপ্রেমীরাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।