আরাধ্য না ভক্ত, কে বেশি বড়? আবেগের ঊর্ধ্বে গিয়ে দুই পক্ষ যদি প্রতিদ্বন্দ্বী হয়? তা হলেই বা কী হতে পারে? এমনই একগুচ্ছ প্রশ্নের উত্তর দিল রাজ মেহতার 'সেলফি'। হালকা চালে, মজার মোড়কে।
বলিউডের অন্যতম তারকা বিজয় কুমার। সাফল্যের চূড়ায় অবস্থান তার। অসংখ্য ছবি, রিয়্যালিটি শো, বিজ্ঞাপন, অগুনতি কাজের প্রস্তাবে উপচে পড়ে তার ঝুলি। অন্য দিকে, সাদামাঠা জীবনযাপন করে ওম প্রকাশ আগরওয়াল।পেশায় সে আরটিও অফিসার। মধ্যবিত্ত ওম প্রকাশ এবং তার ছোট্ট ছেলে, দু'জনেই বিজয়ের ভক্ত। ধরাছোঁয়ার বাইরে থাকা সেই তারকাই যেন তাদের ইষ্টদেবতা। পছন্দের সেই অভিনেতার সঙ্গে একটি সেলফি! বাবা-ছেলের স্বপ্ন এটুকুই। কিন্তু সেই স্বপ্ন কি আদৌ পূর্ণ হবে? নাকি বিজয়ের সব চেয়ে বড় ভক্তই হয়ে উঠবে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী? সমাজের দুই ভিন্ন স্তর থেকে উঠে আসা দুই চরিত্রের আখ্যান 'সেলফি'।
২০২২ সালে অক্ষয়ের প্রত্যেকটি ছবিই ব্যবসার নিরিখে কার্যত 'ফ্লপ'। ইমরানও যে শেষ কবে সফল ছবি করেছেন, তা মনে করতে গেলে বেগ পেতে হয় বৈকি! বলিউডের দুই তারকার জন্যই তাই 'সেলফি' একটি গুরুত্বপূর্ণ ছবি। কেমন হল মালয়ালম কমেডি ড্রামা 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি পুনর্নির্মাণটি?
অতীতে 'গুড নিউজ' এবং 'যুগ যুগ জিও'-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। প্রত্যেকবারই কমেডির মোড়কে সামাজিক নানা সমস্যার কথা তুলে এনেছেন তিনি। 'সেলফি'ও ব্যতিক্রম নয়। নিখাদ ঝাঁ চকচকে বলিউডি প্রেক্ষাপটে সাজানো ছবির চিত্রনাট্য। আর গল্পের বাঁকে বাঁকে থাকল একাধিক চমক।
এই ছবি বয়কট এবং ক্যানসেল কালচারের মতো সমস্যাগুলি নিয়ে কথা বলে। সোশ্যাল মিডিয়ার মেকি ট্রেন্ড, কথায় কথায় তারকাদের কাঠগড়ায় তুলে দেওয়ার মতো বিষয়গুলিকেও গুরুত্ব দিয়েছেন পরিচালক। কোন বার্তা ছবিতে কী ভাবে পেশ করলে, তা দর্শকের কাছে যাবে, সেই অঙ্কও নেহাত মন্দ কষেননি রাজ।
আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার
মোটের উপর 'সেলফি'-কে পাশ নম্বর দেওয়াই যায়। কিছু সংলাপ দর্শককে হাসাতে সফল। আবার কয়েকটি দৃশ্য যেন জোর করে হাসানোর বৃথা চেষ্টা শুধু। সুপারস্টারের চরিত্রে অক্ষয় কুমার বিশ্বাসযোগ্য। ইমরান হাশমিও ভোপালের মধ্যবিত্ত ওম প্রকাশের চরিত্রে মন্দ নন। পর্দায় দু'জনের যুগলবন্দি উপভোগ্য়। তবে ছবির চিত্রনাট্য আরও টানটান হতেই পারত। ছবির শুরুতেই ওম প্রকাশের চরিত্রটি মুখ খুললে যাবতীয় সমস্যা মিটে যেত। কিন্তু তা হলে পুরো ছবি জুড়ে দুই চরিত্রের দ্বৈরথের আর কোনও অবকাশ থাকত না।
ছবির শুরু এবং শেষের দু'টি গান মনে ধরার মতো। একজন প্রকৃত 'হিরো'র ঠিক কেমন হওয়া উচিৎ, তা নিজের মতো করে বুঝিয়ে দিয়েছেন রাজ। অক্ষয় এবং ইমরান ছাড়াও 'সেলফি'-তে অভিনয় করেছে নুসরত ভারুচা, ডায়ানা পেন্টি এবং আদা শর্মার মতো শিল্পীরা। তবে গোটা ছবিজুড়ে তাঁদের নামমাত্র উপস্থিতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Emraan Hashmi