চোটের যন্ত্রণায় যেতেই চাননি! মেসির আলিঙ্গন ভুলিয়ে দিল সব! আবেগঘন পোস্ট সুনীল ছেত্রীর

Last Updated:

মেসির সঙ্গে দেখা করে আবেগে ভাসলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত লিওনেল মেসির GOAT India Tour অনুষ্ঠানে আর্জেন্টিনার মহাতারকার সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তিনি। সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাষায় তুলে ধরেছেন ছেত্রী।

কী লিখলেন সুনীল?
কী লিখলেন সুনীল?
মুম্বই: মেসির সঙ্গে দেখা করে আবেগে ভাসলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত লিওনেল মেসির GOAT India Tour অনুষ্ঠানে আর্জেন্টিনার মহাতারকার সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তিনি। সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাষায় তুলে ধরেছেন ছেত্রী।
১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে হাজির ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনুষ্ঠানের একেবারে বিশেষ মুহূর্তে সুনীল ছেত্রীর হাতে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি তুলে দেন লিওনেল মেসি। সেই দৃশ্যের ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন লেখেন ভারতীয় ফুটবল তারকা।
ইনস্টাগ্রামে ছেত্রী লেখেন, “শনিবারের আগের দিনগুলো মানসিক দ্বন্দ্বে ভরা ছিল। পেশাদার ছেত্রী আর ভক্ত ছেত্রীর মধ্যে যেন লড়াই চলছিল। শেষ পর্যন্ত ভক্ত সুনীলই জিতে যান।”
advertisement
advertisement
তিনি জানান, চোটের কারণে তিনি ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না এবং বেশিরভাগ সময় কাটছিল ফিজিওথেরাপির টেবিলে। এমন অবস্থায় মুম্বই যাওয়া নিয়েই দ্বিধায় ছিলেন।
ছেত্রী লেখেন, “আমি প্রায় মুম্বই যাত্রা বাতিলই করে দিচ্ছিলাম। কিন্তু আমার ভেতরের ভক্তটা বিদ্রোহ করে উঠল, আর শেষ মুম্বই যাওয়ার সিদ্ধান্ত নিই। এখন বুঝি, সেটাই ছিল আমার সেরা সিদ্ধান্ত।”
advertisement
তিনি আরও জানান, মেসির সঙ্গে দেখা করা তাঁর জন্য ছিল এক ধরনের ওষুধের মতো। যাঁর খেলা তাঁকে খুশি করে, যাঁর শিল্প তাঁকে দুঃখের সময় শক্তি দেয়—তাঁর সঙ্গে সরাসরি দেখা করা এবং কৃতজ্ঞতা জানাতে পারা ছিল একসঙ্গে স্বপ্ন ও দায়িত্ব পালন।
ছেত্রী জানান, বিশ্বকাপজয়ী রদ্রিগো ডি পলের সঙ্গে দেখা করাও ছিল দারুণ অভিজ্ঞতা। আর লুইস সুয়ারেজের সঙ্গে এক ফ্রেমে দাঁড়ানোর মুহূর্তে তাঁর মধ্যে কাজ করছিল একেবারে শিশুসুলভ উত্তেজনা—কারণ তাঁর মতে, সুয়ারেজ এই প্রজন্মের অন্যতম সম্পূর্ণ স্ট্রাইকার।
advertisement
পোস্টের শেষে মুম্বই শহরকেও ধন্যবাদ জানান ছেত্রী। লেখেন, “মুম্বই, তুমি সত্যিই অসাধারণ। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। শনিবার যেন আমার ভেতরের দুই সুনীলই হাজির ছিল—আর তাই আনন্দটাও ছিল দ্বিগুণ।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চোটের যন্ত্রণায় যেতেই চাননি! মেসির আলিঙ্গন ভুলিয়ে দিল সব! আবেগঘন পোস্ট সুনীল ছেত্রীর
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement