East Bardhaman Gift Idea: বিয়ের বাজারে হাজির নতুন উপহার, হাতে পেলেই খুশিতে গদগদ হয়ে যাবে নবদম্পতি! শিল্পীর কাজ বাজার কাঁপাচ্ছে
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman Gift Idea: বিয়ের মরশুমে উপহার দেওয়ার জন্য যেমন সুন্দর, তেমনই ঘর সাজানোর জন্যও এই শোলার শোপিস হতে পারে একেবারে ভিন্নধর্মী পছন্দ।
বনকাপাসি গ্রামকে এখন অনেকেই চেনেন ‘শোলাগ্রাম’ নামে। কারণ এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলা শিল্পের সঙ্গে যুক্ত। শোলা দিয়ে ঠাকুরের সাজ, বিয়ের টোপর, মণ্ডপসজ্জা, সব মিলিয়ে এই গ্রামের শিল্পকর্মের সুনাম ছড়িয়ে পড়েছে দূরদূরান্তে। শোলার সূক্ষ্ম কাজেই গ্রামটি পরিচিতি পেয়েছে আলাদা ভাবে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement
দামের দিক থেকেও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে এই শিল্পকর্ম। ৩০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শোপিস পাওয়া যায় প্রদীপ মালাকারের কাছে। বিয়ের মরশুমে উপহার দেওয়ার জন্য যেমন সুন্দর, তেমনই ঘর সাজানোর জন্যও এই শোলার শোপিস হতে পারে একেবারে ভিন্নধর্মী পছন্দ। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)








