Suu Kyi: মা হয়ত আর বেঁচে নেই, মায়ানমারে ভোটের আগেই বিস্ফোরক মন্তব্য সু চি-র ছেলে কিমের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suu Kyi: সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যারিস এ কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করা হয়েছে।
টোকিও: মায়ানমারের প্রাক্তন নেত্রী অং সান সু চির স্বাস্থ্য ভেঙে পড়ছে। তাঁর সম্পর্কে অনেক দিন ধরে তেমন কিছু জানা যাচ্ছে না। এই অবস্থায় দীর্ঘদিন ধরে আটক মায়ানমারের ওই নেত্রীর ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমার মা মারা গেলেও আমি হয়তো জানব না।’
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যারিস এ কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘২০২১ সালে আমার মায়ের সরকারকে সামরিক বাহিনী উৎখাত করে। এরপর গত কয়েক বছরে আমি আমার ৮০ বছর বয়সী মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। এই সময় শুধু পরোক্ষ সূত্রে মাঝেমধ্যে তাঁর হৃদ্যন্ত্র, হাড় এবং মাড়ির সমস্যার কথা জানতে পেরেছি।’
advertisement
advertisement
চলতি মাসের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে মায়ানমারের জান্তা সরকার। অ্যারিস এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। অনেক বিদেশি সরকারও এই নির্বাচনকে ভুয়ো বলে মনে করে। তাদের মতে, এটা সামরিক শাসনকে বৈধতা দেওয়ার কৌশল। তবে অ্যারিস মনে করেন, নির্বাচন হলে তাঁর মায়ের দুর্দশা কিছুটা হলেও কমার সুযোগ তৈরি হতে পারে।
advertisement
অ্যারিস বলেন, ‘তাঁর (মায়ের) নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে কেউ তাঁকে দেখেননি। তাঁর আইনজীবী দলের সঙ্গে তো নয়ই, পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।’ তিনি যুক্ত করেন, ‘আমার জানা মতে, তিনি হয়তো আর বেঁচে নেই।’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 9:35 PM IST









