Suu Kyi: মা হয়ত আর বেঁচে নেই, মায়ানমারে ভোটের আগেই বিস্ফোরক মন্তব্য সু চি-র ছেলে কিমের

Last Updated:

Suu Kyi: সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যারিস এ কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করা হয়েছে।

কী বলছেন সু চি-র ছেলে?
কী বলছেন সু চি-র ছেলে?
টোকিও: য়ানমারের প্রাক্তন নেত্রী অং সান সু চির স্বাস্থ্য ভেঙে পড়ছে। তাঁর সম্পর্কে অনেক দিন ধরে তেমন কিছু জানা যাচ্ছে না অবস্থায় দীর্ঘদিন ধরে আটক মায়ানমারের নেত্রীর ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমার মা মারা গেলেও আমি হয়তো জানব না।’
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যারিস এ কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘২০২১ সালে আমার মায়ের সরকারকে সামরিক বাহিনী উৎখাত করেএরপর গত কয়েক বছরে আমি আমার ৮০ বছর বয়সী মায়ের সঙ্গে কথা বলতে পারিনিএই সময় শুধু পরোক্ষ সূত্রে মাঝেমধ্যে তাঁর হৃদ্‌যন্ত্র, হাড় এবং মাড়ির সমস্যার কথা জানতে পেরেছি।’
advertisement
advertisement
চলতি মাসের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে মায়ানমারের জান্তা সরকারঅ্যারিস এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। অনেক বিদেশি সরকারও এই নির্বাচনকে ভুয়ো বলে মনে করে। তাদের মতে, এটা সামরিক শাসনকে বৈধতা দেওয়ার কৌশল। তবে অ্যারিস মনে করেন, নির্বাচন হলে তাঁর মায়ের দুর্দশা কিছুটা হলেও কমার সুযোগ তৈরি হতে পারে।
advertisement
অ্যারিস বলেন, ‘তাঁর (মায়ের) নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে কেউ তাঁকে দেখেননি। তাঁর আইনজীবী দলের সঙ্গে তো নয়ই, পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।’ তিনি যুক্ত করেন, ‘আমার জানা মতে, তিনি হয়তো আর বেঁচে নেই।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Suu Kyi: মা হয়ত আর বেঁচে নেই, মায়ানমারে ভোটের আগেই বিস্ফোরক মন্তব্য সু চি-র ছেলে কিমের
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement