West Bengal HS Result 2025: মে মাসেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল! কবের মধ্যে বেরোবে, জানিয়ে দিল সাংসদ

Last Updated:

West Bengal WBCHSE HS Result 2025: পরের মাস, অর্থাৎ মে মাসেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ সূত্রে ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও কবের মধ্যে প্রকাশিত হতে পারে, তার আভাষ মিলেছে।

কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল?
কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল?
পরের মাস, অর্থাৎ মে মাসেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ সূত্রে ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও কবের মধ্যে প্রকাশিত হতে পারে, তার আভাষ মিলেছে।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ সূত্রে খবর আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি নিয়ে জটিলতা তৈরি হওয়ার জেরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে দেরি হওয়ার আশঙ্কা ছিল। তবে সময়েই প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল।
advertisement
১৫ মে ফল প্রকাশিত হলে পরীক্ষার ৫৮ দিনের মধ্যে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ৩ মার্চ, শেষ হয়েছে ১৮ মার্চ। গত বছর পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মধ্যে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফল।
advertisement
WB HS Results 2025 Live: রাত পোহালেই ফলপ্রকাশ! বুধবার কখন-কোথায় দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? এক ক্লিকে সবটা জানুন
আনুষ্ঠানিক ভাবে কবে ফল প্রকাশিত হবে এবং পড়ুয়ারা হাতে মার্কশিট পাবেন, তা অবশ্য জানায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ। সেই বিষয় কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবে ওই সংস্থা। তবে মার্কশিট না হাতে পেলেও, ফল প্রকাশ হওয়ার দিন অন লাইনে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2025: মে মাসেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল! কবের মধ্যে বেরোবে, জানিয়ে দিল সাংসদ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement