জামনগরে 'বনতারা' সফরে অচেনা মেসি... কখনও ঈশ্বর আরাধনায় মগ্ন, কখনও হাতির সঙ্গে ফুটবল খেললেন LM10
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মেসির ছবি দেখে বোঝা যায়, পুরো বিষটাই উপভোগ করছেন। হাতির সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে এলএম ১০কে।
জামনগর: অনন্ত আম্বানির অনুরোধে সূচি পরিবর্তন করেছেন মেসি। মঙ্গলবার জামনগরের বনতারায় বিশেষ সফরে যান লিওনেল মেসি। অনন্ত আম্বানি তাঁকে এবং তাঁর সতীর্থদের হিন্দু রীতিনীতির মাধ্যমে স্বাগত জানান, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সমস্ত জীবের প্রতি ভালবাসার নিদর্শন তুলে ধরেন বিদেশি খেলোয়াড়দের সামনে। ভিডিওতে দেখা যায় শিবলিঙ্গের মাথায় দুধ ঢালছেন মেসি। শিবের আরাধনা করছেন, সবার সঙ্গে মন্ত্রোচ্চারণ করে বলছেন, ‘হর হর মহাদেব’। কপালে তিলক কাটা, গলায় মালা তিন ফুটবল তারকার।
advertisement
advertisement
মেসি এবং সতীর্থরা সস্ত্রীক অনন্ত আম্বানির সঙ্গে মন্দিরের ‘মহা আরতি’-তে অংশ নেন, অম্বেমাতা, শ্রীগণেশ, শ্রীহনুমান এবং ভগবান শিবের আশীর্বাদ যাচনা করেন, বিশ্ব শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন। ব্যস্ততা সত্ত্বেও মেসির বনতারা সফর অনন্ত আম্বানির সঙ্গে তাঁর উষ্ণ বন্ধন এবং বন্ধুত্বকে তুলে ধরেছে, বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতিই এই সম্পর্কের ভিত।
advertisement
কোনও ভিডিওয় দেখা যাচ্ছে মেসি ধ্যানস্থ। ধ্যানে মগ্ন তাঁর দুই সতীর্থও। কিছু ছবি ও ভিডিওয় দেখা গিয়েছে, মন্দিরের বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন মেসি।
advertisement
advertisement
বাঘ, সিংহ, জিরাফের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মেসিকে। অবলা প্রাণীগুলো যেন যারপরনাই মুগ্ধ করেছে ফুটবল তারকাকে। তিনি সিংহ, চিতাবাঘ এবং বাঘ সহ শ্বাপদদের সঙ্গে ছবিও তোলেন, এক সুসমৃদ্ধ, প্রাকৃতিক পরিবেশে তাদের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেন। মেসির বনতারা সফরের একটি আন্তরিক এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে অনন্ত আম্বানি এবং তাঁর স্ত্রী রাধিকা আম্বানি একটি সিংহ শাবকের নামকরণ করেন ‘লিওনেল’!
advertisement
advertisement
মেসির ছবি দেখে বোঝা যায়, পুরো বিষটাই উপভোগ করছেন। হাতির সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে এলএম ১০কে।
মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল, যাঁরা সকলেই ঐতিহ্যবাহী হিন্দু আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁদের জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানানো হয়েছিল, প্রাণবন্ত লোকসঙ্গীতের সুর আর পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনার পর তাঁদের জন্য অপেক্ষা করছিল আরতির আয়োজন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 17, 2025 11:43 PM IST









