West Bengal Governor: বিশ্ববিদ্যালয়গুলির পাঁচ অধ্যাপকের নাম চাইলেন রাজ্যপাল, ব্রাত্য বসু বললেন, ‘অবগত নই’

Last Updated:

West Bengal Governor: এর আগে খবর এসেছিল, উপাচার্য নিয়োগের আইনে বড়সড় রদবদল আনতে চলেছে রাজ্য সরকার৷

রাজ্যপালের ফাইল ছবি
রাজ্যপালের ফাইল ছবি
কলকাতা: ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত জল্পনা! বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সংক্রান্ত রিপোর্ট চাওয়ার পর এ বার রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের নিয়ে ডেটাব্যাঙ্ক তৈরি করতে চাইছেন রাজ্যপাল? রাজ্যজুড়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নাম চাইল রাজভবন।
উপাচার্যদের থেকে রাজভবন থেকে ই-মেইল করে নাম জানতে চাওয়া হল। রাজভবনে থেকে ই-মেল আসার পর উচ্চশিক্ষা দফতরের মতামত চাইছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। যদিও এ নিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘আমরা এই বিষয় সম্পর্কে অবগত নই৷’
advertisement
advertisement
আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
এর আগে খবর এসেছিল, উপাচার্য নিয়োগের আইনে বড়সড় রদবদল আনতে চলেছে রাজ্য সরকার৷ সেখানে বলা হয়েছিল, উপাচার্য নিয়োগের আইনে বড়সড় বদল আনছে রাজ্য। উপাচার্য নিয়োগের জন্য তৈরি করা সার্চ কমিটিতে এ বার তিনজন প্রতিনিধি নয়, থাকবেন পাঁচ সদস্যের সার্চ কমিটি। পুরনো নিয়ম ফিরিয়ে নিয়ে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে রাখা হচ্ছে।
advertisement
নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপাচার্য নিয়োগের আইনে সার্চ কমিটিতে বদলানোর জন্য প্রস্তাব নেওয়া হয়েছে। এই প্রস্তাব অর্ডিন্যান্স আকারে গৃহীতও হয়েছে রাজ্য মন্ত্রিসভায়৷ ইতিমধ্যে সেটি অনুমোদন নেওয়ার পরে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে অর্ডিন্যান্সের অনুমোদনের জন্য। সেই অর্ডিন্যান্স কার্যকর হলেই উপাচার্য নিয়োগের আইনে বড়সড় বদল আসবে রাজ্যে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Governor: বিশ্ববিদ্যালয়গুলির পাঁচ অধ্যাপকের নাম চাইলেন রাজ্যপাল, ব্রাত্য বসু বললেন, ‘অবগত নই’
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement