Madhyamik 2025 Topper: গ্রামে ভাল ডাক্তার নেই ! ডাক্তারি পড়ে গ্রামের মানুষের সেবা করতে চায় মাধ্যমিকে পঞ্চম দীপ্তজিৎ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Madhyamik 2025 Topper: গ্রামে ভাল ডাক্তার নেই, তাই ডাক্তারি পড়াশোনা করে গ্রামের মানুষদের এসে সেবা করবেন এমন স্বপ্ন নিয়েই এগোতে চাইছে মাধ্যমিকে পঞ্চম দীপ্তজিৎ ঘোষ। খন্যান ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউটের ছাত্র দীপ্তজিৎ। প্রথম থেকেই স্কুলে ফাস্ট হতো সে।
হুগলি: গ্রামে ভাল ডাক্তার নেই, তাই ডাক্তারি পড়াশোনা করে গ্রামের মানুষদের এসে সেবা করবেন এমন স্বপ্ন নিয়েই এগোতে চাইছে মাধ্যমিকে পঞ্চম দীপ্তজিৎ ঘোষ। খন্যান ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউটের ছাত্র দীপ্তজিৎ। প্রথম থেকেই স্কুলে ফাস্ট হতো সে। মাধ্যমিকেও প্রথম দশের মধ্যে থাকার ইচ্ছা ছিল। সেই ইচ্ছাই সফল হয়েছে। প্রথমবার ইটাচুনা শ্রী নারায়ন ইনস্টিটিউট থেকে মাধ্যমিকে প্রথম দশের মধ্যে এসে শুধু নিজের গ্রামের নাম নয় স্কুলের নামে উজ্জ্বল করেছে দীপ্তজিৎ।
আরও পড়ুনঃ ‘দেশের বেকারত্ব ঘোচাতে শিল্পপতি হতে চাই’, জানালেন মাধ্যমিকে দশম রাহুল রিক্তিরাজ
হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিতের। বাবা তরুন কুমার ঘোষ প্রাইভেট পড়ান, চাষের কাজও করেন।মা দিপালী ঘোষ গৃহশিক্ষকতা করেন। বাবার কাছে সাইন্স গ্রুপ পড়াশোনা, মায়ের কাছে আর্টস গ্রুপ পড়াশোনা করেছে ছেলে। পড়াশোনার পাশাপাশি গান করা, আবৃত্তি করা এবং সাহিত্যচর্চার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। তাঁর আগামী দিনের স্বপ্ন সে চিকিৎসক হতে চায়। তবে, চিকিৎসক হতে চায় মানুষের সেবা করার জন্য।
advertisement
আরও পড়ুনঃ ঠান্ডা জল খেলেই হুড়মড়িয়ে বাড়বে ওজন? কী বলছেন বিশেষজ্ঞ! জানুন ওজন কমানোর এই ‘সহজ’ টিপস
হুগলির খন্নান এর প্রত্যন্ত গ্রাম মাখালডি। গ্রাম থেকেই পড়াশোনা করে বড় হয়েছে দীপ্তজিৎ। ছোট থেকেই সে লক্ষ্য করেছে গ্রামে ভালো চিকিৎসক নেই। গ্রামের মানুষদের চিকিৎসা পেতে গেলে যেতে হয় শহরে কিংবা ভরসা করতে হয় বাইরের ডাক্তারদের উপর। তাই দীপ্ত জিতের ইচ্ছা সে চিকিৎসক হবে এবং চিকিৎসক হয়ে গ্রামের মানুষদের সেবা করবে। পড়াশোনা গান-বাজনার পাশাপাশি খুবই ভগবান ভক্ত ছেলে দীপ্তজিৎ, আর স্বামী বিবেকানন্দ বলেছেন জীব সেবার মধ্যে দিয়েই ভগবান দর্শন হয়। সেই কারণেই চিকিৎসক হয়ে গ্রামের মানুষদের সেবা করার লক্ষ্য নিয়ে আগামী দিনের পড়াশোনা করতে চান মাধ্যমিকে পঞ্চম স্থান অর্জন করা দীপ্তজিৎ ঘোষ।
advertisement
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 3:55 PM IST
