Bangladesh Current Situation: তারা নিজেরাই ‘বাতিল’,তাই আওয়ামি লিগ নির্বাচনের সূচি বাতিল করল, পক্ষপাতের অভিযোগ

Last Updated:

Bangladesh Current Situation: Bangladesh Awami League অবৈধ Election Commission ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করেছে, Yunus চক্রের পক্ষপাতিত্ব ও নিষেধাজ্ঞার অভিযোগ তুলে অবাধ নির্বাচনের দাবি জানিয়েছে.

নির্বাচনী সূচিকে অবৈধ ঘোষণা করল আওয়ামি লিগ
নির্বাচনী সূচিকে অবৈধ ঘোষণা করল আওয়ামি লিগ
শিরোনাম: ‘অবৈধ নির্বাচন কমিশন হাসিনার বাংলাদেশ আওয়ামি লিগ (Bangladesh Awami League) নির্বাচনী সূচি বাতিল করল৷ তাদের অভিযোগ তাদের বাদ দেওয়া হয়েছে অবৈধভাবে৷ বাংলাদেশ আওয়ামি লিগ নির্বাচনী তফসিল বাতিল করেছে, তাদের অভিযোগে “অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশন”-র পক্ষপাতিত্বের অধীনে পরিচালিত হচ্ছে৷
বৃহস্পতিবার Bangladesh Awami League এক বিবৃতিতে বলেছে, তারা “অবৈধ সরকারের অবৈধ Election Commission” ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করেছে, কারণ তাদের দলকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরিকল্পিত জাতীয় নির্বাচনের আগে কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে, দলটি ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সদর দফতর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণায় বলেছে, তারা “অবৈধ, দখলদার, খুনি-ফ্যাসিস্ট ইউনুস চক্রের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী সূচি গভীরভাবে পর্যালোচনা করেছে”।
advertisement
advertisement
তারা আরও বলেছে, বর্তমান প্রশাসন “সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট” এবং এমন কোনও পরিবেশ নিশ্চিত করতে অক্ষম যেখানে স্বচ্ছতা বা ভোটারদের ইচ্ছা প্রতিফলিত হতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ আওয়ামি লিগ অবৈধ, দখলদার, খুনি-ফ্যাসিস্ট ইউনূস চক্রের অবৈধ ইলেকশন কমিশন ঘোষিত নির্বাচনী সূচি গভীরভাবে পর্যালোচনা করেছে।”
আওয়ামি লিগের বিবৃতি
advertisement
আওয়ামি লিগের বিবৃতি
এতে আরও বলা হয়েছে, “এখন স্পষ্ট যে বর্তমান দখলদার কর্তৃপক্ষ সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট, এবং তাদের নিয়ন্ত্রণে এমন কোনো সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা অসম্ভব যেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জনগণের ইচ্ছা প্রতিফলিত হতে পারে।”
advertisement
নিজেদের দেশের সবচেয়ে ঐতিহাসিকভাবে বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে, আওয়ামি লিগ  বলেছে, নির্বাচনই “জনপ্রিয়তার মাপকাঠি” এবং তারা নির্বাচনী দল হিসেবে নিজেদের পরিচয় পুনর্ব্যক্ত করেছে। তারা তাদের দীর্ঘ নির্বাচনী অংশগ্রহণের রেকর্ড তুলে ধরে বলেছে, তারা ১৩টি নির্বাচনে অংশ নিয়েছে, “এর মধ্যে ৯টি জিতেছে এবং সরকার গঠন করেছে”।
দলটি অভিযোগ করেছে, নির্বাচনী তফসিল ইচ্ছাকৃতভাবে তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, “বাংলাদেশ আওয়ামি লিগ, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলটিকে এবং অন্যান্য রাজনৈতিক দল ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা দেশ ও জাতিকে গভীর সংকটে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র।”
advertisement
আওয়ামি লিগ তাদের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জাতীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার”-এর দাবি জানিয়েছে।
তারা জোর দিয়ে বলেছে, “নির্যাতন বন্ধ করতে হবে, সব রাজনৈতিক বন্দিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বর্তমান প্রতারক দখলদার সরকারকে সরিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।” বিবৃতির শেষে দলটি স্পষ্টভাবে ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছে, কারণ এতে “দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব নেই।” বিবৃতির শেষে স্লোগান ছিল: “জয় বাংলা” এবং “জয় বঙ্গন্ধু।”
advertisement
বাংলাদেশ আওয়ামি লিগের বিবৃতি
Bangladesh-এ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নির্বাচন কমিশন  ঘোষণা করেছে, যা দেশের প্রথম ভোট, যেটি ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর হতে যাচ্ছে।
একই দিনে একটি গণভোটও হবে, যেখানে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক সংস্কার সনদের বিষয়ে ভোট হবে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণে জানিয়েছেন। ১৭ কোটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে আগস্ট ২০২৪-এ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে, যার ফলে তার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে।
advertisement
দেশের অন্তর্বর্তীকালীন নেতা,নোবেল পুরস্কার বিজয়ী মহম্মদ ইউনুস , যিনি ২০২৪ সালের অগাস্টে নির্বাসন থেকে ফিরে এসে আন্দোলনকারীদের অনুরোধে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন, তিনি নির্বাচনের পর পদত্যাগ করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Current Situation: তারা নিজেরাই ‘বাতিল’,তাই আওয়ামি লিগ নির্বাচনের সূচি বাতিল করল, পক্ষপাতের অভিযোগ
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement