RIL acquires REC Group: ৭৭১ মিলিয়ন ডলারের চুক্তি, সৌরশক্তি উৎপাদনে চিনের শক্তি এখন রিলায়েন্সের হাতে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Reliance New Energy Solar acquires REC Solar: দেশের সঙ্গে তাল মিলিয়ে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের।
#মুম্বই: সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। গত ১০ অক্টোবর এই প্রসঙ্গে বড়সড় ঘোষণা করেছে সংস্থা। জানানো হয়েছে যে, চিনের ন্যাশনাল ব্লুস্টার গ্রুপের কাছ থেকে REC সোলার হোল্ডিং AS-এর ১০০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড (RNESL)। আর RNESL পুরোপুরি ভাবেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর অধীনে রয়েছে (Reliance Industries buys REC Solar for $771 million)।
সম্প্রতি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে, ২০৩০ সালের মধ্যে দেশ ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আর দেশের সঙ্গে তাল মিলিয়ে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের। চিনের থেকে এই অধিগ্রহণের পর নিজেদের সেই লক্ষ্যমাত্রার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ওই সংস্থা। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ফোটোভোল্টেইক (PV) উৎপাদনের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের। আর এই অধিগ্রহণের ফলে সেই লক্ষ্য কিছুটা হলেও পূরণ হতে চলেছে। রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড (Reliance New Energy Solar Ltd) ঘোষণা করেছে, চিনের REC সোলার হোল্ডিং AS-এর ১০০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণের চুক্তি হয়েছে ৭৭১ মিলিয়ন ডলারে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কয়েকটা বিষয় উল্লেখ না করলেই নয়-
এই অধিগ্রহণের ফলে উচ্চক্ষমতাসম্পন্ন ও দীর্ঘমেয়াদী সোলার সেল এবং সাশ্রয়ী সৌরশক্তির জন্য সৌর প্যানেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিলায়েন্স।
REL-এর তিনটি উৎপাদনকারী সংস্থা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য- নরওয়েতে দু’টি সোলার গ্রেড পলিসিলিকন উৎপাদনকারী সংস্থা এবং সিঙ্গাপুরের PV সেল এবং মডিউল উৎপাদনকারী সংস্থা। অধিগ্রহণের পর এই তিনটেই রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড-এর অধীনে চলে আসবে।
advertisement
ক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদ- এই সব কারণে REC-এর Alpha এবং Alpha Pure শ্রেণির সৌর মডিউল দারুণ স্বীকৃতি লাভ করেছে। তাই এই অধিগ্রহণের ফলে রিলায়েন্সের সুবিধা হবে। কারণ এই ধরনের শিল্পক্ষেত্রে সাধারণ ভাবে ব্যবহৃত অন্যান্য সমস্ত প্রযুক্তিকে ছাপিয়ে যেতে সক্ষম হবে ওই সংস্থা।
রিলায়েন্সের এই পদক্ষেপ সারা বিশ্বে REC-এর ১৩০০ কর্মীকে স্বাগত জানাতে চলেছে।
advertisement

সিঙ্গাপুরে ২-৩টি গিগাবাইট সেল ও মডিউল ক্যাপাসিটি ইউনিট, ফ্রান্সে নতুন ২টি গিগাবাইট সেল ও মডিউল ইউনিট এবং আমেরিকায় একটি গিগাবাইট মডিউল প্ল্যান্ট গড়ার পরিকল্পনা রয়েছে REC-এর। আর REC-এর বিস্তার পরিকল্পনাকেও এই অধিগ্রহণের মাধ্যমে সহায়তা দেবে রিলায়েন্স।
advertisement
জামনগরে ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স-এর গিগা কারখানায় পুরোপুরি সমন্বিত ভাবে মেটালিক সিলিকন থেকে পিভি প্যানেল উৎপাদনের ক্ষেত্রে নরওয়ের ফার্মের প্রধান প্রযুক্তি ব্যবহার করার কথাও ভাবছে রিলায়েন্স।
প্রথম ধাপে বছরে ৪ গিগাওয়াট উৎপাদন করা হবে, কিন্তু ধীরে ধীরে তা বাড়িয়ে সেই পরিমাণটাই বছরে ১০ গিগাওয়াটে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে RIL-এর অভিজ্ঞতা এবং REC-এর প্রযুক্তি এই দুইয়ের মিলনের ফলে আরও উন্নতিসাধন হবে।
advertisement
এই অধিগ্রহণের ফলে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়া-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় গ্রিন এনার্জি মার্কেটের প্রসার ঘটবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2021 12:19 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL acquires REC Group: ৭৭১ মিলিয়ন ডলারের চুক্তি, সৌরশক্তি উৎপাদনে চিনের শক্তি এখন রিলায়েন্সের হাতে