Business Opportunity: সিল্ক উৎপাদনে ভালো কেরিয়ার গড়া সম্ভব, আয় হবে দারুণ !

Last Updated:

Silk production Business: রেশম পালনে কেরিয়ার গড়ার জন্য দেশে অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি এতে ডিগ্রি-ডিপ্লোমা প্রদান করে থাকে ৷ সেরিকালচার নিয়ে পড়াশোনার জন্য তাই ভাবতেই পারেন ৷

Representational Image
Representational Image
কলকাতা: চাষবাস করা যে কতটা লাভজনক, তা আজকালকার দিনে ভালোমতোই বোঝা যাচ্ছে ৷ ‘মাটিই সোনা ফলায়’ এই কথা সত্যি প্রমাণিত হচ্ছে ৷ চাষাবাদ করা এখন শুধু চাল বা গমের মধ্যেই সীমাবদ্ধ নেই ৷ পশুপালন, মাছের উৎপাদন, সিল্ক প্রসেসিং প্লান্ট, ডেয়ারি শিল্প-সহ আরও অনেক কিছু রয়েছে, যার মাধ্যমে চাষী ভালো আয় করতে সক্ষম হচ্ছেন ৷
চাষে লাভ দেখে অনেক তরুণই রয়েছেন, যারা চাকরির চেয়ে এখন  ব্যবসার দিকে ঝুঁকে ৷ খুব অল্প টাকা বিনিয়োগ করেই কম সময়ের মধ্যে ভালো আয় করতে পারছেন তারা ৷
চাষাবাদের কাজে একটা গুরুত্বপূর্ণ কাজ হল রেশম কীট পালন ৷ কাঁচা রেশম বানানোকে রেশম উৎপাদন (Sericulture) বা রেশম কীট পালন বলা হয়ে থাকে ৷
advertisement
advertisement
রেশম কীট উৎপাদনে চিনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ এ দেশে সব ধরনের রেশম উৎপাদন হয় ৷ ভারতে ৬০ লক্ষেরও বেশি মানুষ আলাদা আলাদা ধরনের রেশম কীট পালনের সঙ্গে যুক্ত ৷ বহরমপুরে কেন্দ্রীয় রেশম রিসার্চ সেন্টার ১৯৪৩ সালে তৈরি হয় ৷ এরপর রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৯৪৯ সালে রেশম বোর্ডও স্থাপিত হয় ৷
advertisement
ভারত সরকার রেশম কীট পালনের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং আর্থিক সাহায্য করে থাকে ৷ এ ছাড়া রেশম কীট পালনের সঙ্গে যুক্ত সরঞ্জাম, রেশম কীটের ডিম, সিল্ক বাজারজাত করতেও সাহায্য প্রদাণ করে থাকে ৷
ভারতে রেশমের চাষ তিন ধরণের করা হয়ে থাকে ৷ সবচেয়ে ভালো রেশম অর্জুন গাছের পাতায় কীটের লার্ভা থেকে তৈরি করা হয়ে থাকে ৷ এছাড়া মরাস অ্যালবা (Morus alba) গাছের পাতা খেয়ে কীট যে রেশম তৈরি করে তাকে মালবরি রেশম বা সিল্ক বলা হয়ে থাকে ৷
advertisement
কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাডু, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে সিল্কের উৎপাদন ভালো হয় ৷ এ ছাড়া ঝাড়খণ্ড, ছত্তিসগড়, উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সিল্কের উৎপাদন হয়ে থাকে ৷
রেশম কীট পালন সংক্রান্ত বিষয় আরও জানতে ভারত সরকারের এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে দেখতে পারেন - https://www.india.gov.in/hi/topics/agriculture/sericulture ৷ রেশম পালনে কেরিয়ার গড়ার জন্য দেশে অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি এতে ডিগ্রি-ডিপ্লোমা প্রদান করে থাকে ৷ সেরিকালচার নিয়ে পড়াশোনার জন্য তাই ভাবতেই পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Opportunity: সিল্ক উৎপাদনে ভালো কেরিয়ার গড়া সম্ভব, আয় হবে দারুণ !
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement