New Business Ideas : বাড়ির ছাদেই কোয়েল পালন! নতুন আয়ের দিশা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
New Business Ideas: বাড়ির ছাদে কোয়েল পালন করে রীতিমতো লাভবান হচ্ছেন অনেকেই। ছোট পরিসরে শুরু করা যায় এই চাষ, খরচও কম। ডিম বিক্রি করেই মাসে ভাল রোজগার সম্ভব ৷
মুর্শিদাবাদ: শখ থেকে শুরু, আর আজ তা হয়ে উঠেছে লাভজনক এক উদ্যোগ। সামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের ২২ বছরের যুবক বারকাত আলি দেখিয়ে দিলেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সাফল্য অনেক দূরে নয়।
পেশায় মার্বেল মিস্ত্রি বারকাত আলি। কয়েক মাস আগে নিজের বাড়ির ছাদে মাত্র ৮টি কোয়েল নিয়ে লালন পালন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে যত্ন আর পরিকল্পনার মাধ্যমে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় ৭০০-৮০০ কোয়েলে।
বর্তমানে তার কোয়েল প্রতিদিন ডিম দিচ্ছে। আর সেই ডিম বিক্রি করে তিনি পেয়েছেন ভালই লাভ। বাজারে চাহিদাও রয়েছে যথেষ্ট। নিজেই বাজারে নিয়ে গিয়ে ডিম বিক্রি করেন বরকাত। এবং এই আয়ের মাধ্যমে তিনি পরিবারের পাশে দাঁড়াতে পারছেন আরও মজবুতভাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন
বরকাত জানিয়েছেন, ইউটিউব ও সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও দেখে তার কোয়েল পালনের প্রতি আগ্রহ তৈরি হয়। তারপর স্থানীয়ভাবে কিছু প্রশিক্ষণ ও অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিনি ছোট করে শুরু করেন এই খামার। “শুরুর সময় অনেকেই বলেছিলেন এই কাজ নাকি টিকবে না, কিন্তু আমি হাল ছাড়িনি,” বলেন বারকাত। আজ বরকাতের সফলতা অনেককেই উৎসাহ দিচ্ছে এই ছোটো উদ্যোগকে বড় করে দেখার চোখে।
advertisement
এখন বরকাতের লক্ষ্য, নিজের খামারকে আরও বড় করা এবং অন্যান্য বেকার যুবকদেরও প্রশিক্ষণ দেওয়া। যাতে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারে। বরকাত আলির এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার গল্প—যা দেখায়, অল্প মূলধনেও ঘরের ছাদ থেকেই গড়ে তোলা যায় একটি লাভজনক উদ্যোগ।
advertisement
কৌশিক অধিকারী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 7:08 PM IST
