New Business Ideas : বাড়ির ছাদেই কোয়েল পালন! নতুন আয়ের দিশা

Last Updated:

New Business Ideas: বাড়ির ছাদে কোয়েল পালন করে রীতিমতো লাভবান হচ্ছেন অনেকেই। ছোট পরিসরে শুরু করা যায় এই চাষ, খরচও কম। ডিম বিক্রি করেই মাসে ভাল রোজগার সম্ভব ৷

+
ছাদেই

ছাদেই কোয়েল লালন পালন করছেন বারকাত 

মুর্শিদাবাদ: শখ থেকে শুরু, আর আজ তা হয়ে উঠেছে লাভজনক এক উদ্যোগ। সামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের ২২ বছরের যুবক বারকাত আলি দেখিয়ে দিলেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সাফল্য অনেক দূরে নয়।
পেশায় মার্বেল মিস্ত্রি বারকাত আলি। কয়েক মাস আগে নিজের বাড়ির ছাদে মাত্র ৮টি কোয়েল নিয়ে লালন পালন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে যত্ন আর পরিকল্পনার মাধ্যমে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় ৭০০-৮০০ কোয়েলে।
বর্তমানে তার কোয়েল প্রতিদিন ডিম দিচ্ছে। আর সেই ডিম বিক্রি করে তিনি পেয়েছেন ভালই লাভ। বাজারে চাহিদাও রয়েছে যথেষ্ট। নিজেই বাজারে নিয়ে গিয়ে ডিম বিক্রি করেন বরকাত। এবং এই আয়ের মাধ্যমে তিনি পরিবারের পাশে দাঁড়াতে পারছেন আরও মজবুতভাবে।
advertisement
advertisement
বরকাত জানিয়েছেন, ইউটিউব ও সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও দেখে তার কোয়েল পালনের প্রতি আগ্রহ তৈরি হয়। তারপর স্থানীয়ভাবে কিছু প্রশিক্ষণ ও অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিনি ছোট করে শুরু করেন এই খামার। “শুরুর সময় অনেকেই বলেছিলেন এই কাজ নাকি টিকবে না, কিন্তু আমি হাল ছাড়িনি,” বলেন বারকাত। আজ বরকাতের সফলতা অনেককেই উৎসাহ দিচ্ছে এই ছোটো উদ্যোগকে বড় করে দেখার চোখে।
advertisement
এখন বরকাতের লক্ষ্য, নিজের খামারকে আরও বড় করা এবং অন্যান্য বেকার যুবকদেরও প্রশিক্ষণ দেওয়া। যাতে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারে। বরকাত আলির এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার গল্প—যা দেখায়, অল্প মূলধনেও ঘরের ছাদ থেকেই গড়ে তোলা যায় একটি লাভজনক উদ্যোগ।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas : বাড়ির ছাদেই কোয়েল পালন! নতুন আয়ের দিশা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement