ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EMI Calculation: এক নজরে দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে।
advertisement
advertisement
পার্সোনাল লোন পরিশোধের পদ্ধতিঋণগ্রহীতা পুরো মেয়াদ জুড়ে নিয়মিতভাবে ঋণ পরিশোধ করতে পারেন। ঋণের বোঝা কমাতে চাইলে প্রিক্লোজ করার সুবিধাও রয়েছে। তবে ঋণ মিটিয়ে দিলেই পার্সোনাল লোন বন্ধ হয় না। এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা মানতে হবে। এই সব বিষয় মাথায় না রেখে এগোলে ঝুঁকি বাড়ে, তাই আগে ঋণগ্রহীতার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নেওয়া উচিত হবে।এক নজরে দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে।
advertisement
ICICI ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রতি বছরে ১০.৮৫% সুদ অফার করছে। এই সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে ২৬,০০১ টাকা EMI হিসাবে দিতে হবে।এবার দেখে নেওয়া যাক এই সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ বাবদ কত টাকা দিতে হবে।
advertisement
প্রতি বছরে ১০.৮৫% সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ বাবদ মোট ৩,৬০,০৭৪ টাকা দিতে হবে। প্রতি বছরে ১০.৮৫% সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ এবং আসল মিলিয়ে ব্যাঙ্ককে মোট ১৫,৬০,০৭৪ টাকা পরিশোধ করতে হবে।
advertisement