Money Making Tips: বিকল্প চাষ হিসেবে লেবু চাষ করে লাভবান হচ্ছেন বর্ধমানের এই চাষি 

Last Updated:

Agriculture News:ধান বা আলুর পরিবর্তে লেবু চাষ করে ভালই লাভ করছেন বর্ধমানের এক চাষি। কম খরচে বেশি মুনাফা পাওয়ায় কৃষকদের মধ্যে লেবু চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

+
পাতি

পাতি লেবু চাষ 

পূর্ব বর্ধমান: হাইব্রিড পাতি লেবু চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। লেবু চাষেই হচ্ছে লক্ষীলাভ। বিকল্প চাষ হিসেবে এই পাতি লেবু চাষকে বেছে নিয়ে হাসি ফুটেছে চাষিদের মুখে। পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামে পরিচিতি। তবে এই জেলার পূর্বস্থলী ব্লকে চাষ হয় সবকিছু। ফল, ফুল সহ বিভিন্ন ধরনের সবজি এই এলাকায় চাষ হয়। এখানকার মানুষ যেন প্রতিনিয়িত চাষ নিয়ে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান! সেরকমই বিকল্প চাষ হিসেবে পূর্বস্থলীর তোতোন সাঁতরা শুরু করেছিলেন হাইব্রিড পাতি লেবুর চাষ। আর এই চাষ করেই একেবারে বদলে গিয়েছে তাঁর ভাগ্যের চাকা। লেবু চাষ করে এখন ভাল টাকা তিনি আয় করছেন।
লেবু চাষি তোতন সাঁতরা বলেন, “এই চাষে লাভ আছে। তবে একটু সময়সাপেক্ষ, তিন বছর পর থেকে ফলন পাওয়া যাবে। যাদের জমি জায়গা বেশি আছে তারা এই চাষ করে রেখে দিতে পারেন।”
চাষির কথায় তিনি প্রায় ২০ বছর ধরে এই চাষ করছেন। এই পাতি লেবু চাষে খরচ কম কিন্তু লাভ তুলনামূলক বেশি। গাছ বসানোর তিন বছর পর থেকে ফলন পাওয়া যায় এবং আট থেকে দশ বছর পর্যন্ত একটা গাছ থেকে ফলন পাওয়া সম্ভব। গাছ বসানোর সময় একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব রাখতে হয় দশ থেকে বারো হাত। এর ফলে যখন গাছ বড় হয় তখন লেবু তুলতে এবং যাতায়াতে অনেক সুবিধা হয়।
advertisement
advertisement
এছাড়াও এই চাষের জন্য সারের খরচও অনেকটাই কম। একবছরে দুইবার ফলন পাওয়া যায় এই গাছ থেকে।
একটা বড় গাছ থেকে বছরে পাঁচ হাজার পিস লেবু পাওয়া সম্ভব। এখন এক একটা লেবু দেড় থেকে দুই টাকা দামে বিক্রি হলেও, পৌষ মাস অর্থাৎ শীতের সময় বিক্রি হয় চার থেকে পাঁচ টাকা প্রতি পিস হিসেবে। স্বাভাবিক ভাবেই তখন চাষিদের লাভ হয় অনেকটাই বেশি। এই লেবুর বাগানে মহিলাদেরও কর্মসংস্থান হচ্ছে। কিছু স্থানীয় মহিলা এখানে লেবু তোলার কাজ করেও অর্থ উপার্জন করতে পারছেন।
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় মহিলা আদুরী মাঝি বলেন, “আমরা তিন থেকে চারজন এখানে লেবু তোলার কাজ করি। এই গরমের সময় ভালো কাজ হয়। সকাল ৭ টা সময় আসি আবার ৩টে সময় চলে যায়। আমরা ২৮০ টাকা রোজ মজুরি পাই।”
advertisement
পূর্বস্থলীর এই লেবু রাজ্য ছাড়িয়ে পৌঁছে যায় ভিন রাজ্যেও। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখানকার লেবু পাড়ি দেয়। সবমিলিয়ে এখন লেবু চাষ করেই লক্ষীলাভ করছেন চাষিরা।
 বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বিকল্প চাষ হিসেবে লেবু চাষ করে লাভবান হচ্ছেন বর্ধমানের এই চাষি 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement